Bangladesh: কোটা বিরোধী আন্দোলনের 'মুখ' আবু সাঈদের পরিবারকে আর্থিক সাহায্য, আজ কার্ফু শিথিল বাংলাদেশে

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের পরিবারকে ৭ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিল বেগম রোকেয়া বিশ্বাবিদ্যালয় কর্তৃপক্ষ। আবু সাঈদই ছিলেন বাংলাদেশের কোটা আন্দোলনের মুখ।

 

Saborni Mitra | Published : Jul 27, 2024 6:12 AM IST / Updated: Aug 03 2024, 05:38 PM IST
110
আবু সাঈদ

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের মুখ ছিলেন আবু সাঈদ। কালো টিশার্ট পরে হাতে লাঠি উঁচিয়ে , বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

210
ছাত্র আবু সাঈদ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।

310
আবু সাঈদের মৃত্যু

গত ১৬ জুলাই রংপুরের কোটা সংস্কার বিরোধী আন্দোলন চলার সময়ই পুলিশের বুলিটে নিহত হন আবু। মৃত্যুর আগে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন অকুতভয় আবু। সেই ছবি দেশবিদেশে ছড়িয়ে পড়ে।

410
আবুর পরিবারকে সাহায্য

নিহত আবু সাঈদের পরিবারকে আর্থিক সাহায্য করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সাত লক্ষ টাকা তুলে দেয় পরিবারের সদস্যদের হাতে।

510
বাড়িতে যায় কর্তৃপক্ষ

শুক্রবার রংপুরের পীরগঞ্জের গিয়ে তাঁর মা–বাবার হাতে একটি চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

610
আবুর ছবিই হাতিয়ার

কোটা সংস্কার বিরুধী আন্দোলনের প্রথম দিকেই মৃত্য হয়েছিল আবু সাঈদের। পুলিশের সামনে দাঁড়ান টানটান ছবি ভাইরাল হয়। যা বাংলাদেশের ছাত্র আন্দোলনে অক্সিজেন যুগিয়েছিল বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের।

710
আন্দোলনের মুখ সাঈদ

মৃত্যুর পরে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন আবু। তাঁর ছবি অনেকেই সেই সময় নিয়ে আন্দোলনে নেমেছিল।

810
অধ্যাপকদের দাবি

আবুর মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশের দাবি বিনা প্ররোচনায় পুলিশ আবুকে লক্ষ্য করে রবার বুলেট চালিয়েছিল। তাতেই মৃত্যু হয়।

910
কোটা বিরোধী আন্দোলন

কয়েক দিন ধরেই কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। মৃতের সংখ্যা ২০৯। ছার অধিকাংশই পড়ুয়া।

1010
আন্দোলন স্থিমিত

শনিবার ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

Share this Photo Gallery
click me!

Latest Videos