ভোট বড় বালাই! বাংলাদেশের বৈতরণী পার হতে BNP-র ভরসা 'অসুস্থ' খালেদা জিয়া

Published : Dec 28, 2025, 05:24 PM IST

নতুন বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন। হাসিনা-পরবর্তী যুগে এটাই হবে প্রথম নির্বাচন। আর সেই নির্বাচনে জয় পেতে মরিয়া খালেদা জিয়ার দল BNP। তিন আসনে প্রার্থী জিয়া। 

PREV
15
বাংলাদেশে ভোট

নতুন বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন। হাসিনা-পরবর্তী যুগে এটাই হবে প্রথম নির্বাচন। আর সেই নির্বাচনে জয় পেতে মরিয়া খালেদা জিয়ার দল বিএনপি। ইতিমধ্যেই খালেদা-পুত্র তারেক রহমান দেশে ফিরেছেন। কিন্তু তারপরেও ভোট বৈতরণী পার হতে ভরসা খালেদা জিয়া।

25
অসুস্থ খালেদা জিয়া

বর্তমানে অসুস্থ খালেদা জিয়া। তিনি অতি সংকটজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। কিন্তু সেই হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই তিনি তিনটি আসনে লড়াই করবেন। তেমনই খবর বিএনপি সূত্র।

35
খালেদা জিয়ার তিন কেন্দ্র

বিএনপি সূত্রের খবর, খালেদা জিয়ে বগুড়া-৭. ফেনী -১, দিনাজপুর-৩ এই তিনটি আসন থেকে প্রার্থী হচ্ছেন। হাসপতালের বেডে শুয়ে শুয়েই তিনটি আসনে লড়াই করবেন তিনি। খালেদাপুত্র তারেক লড়াই করবেন দুটি আসনে।

45
বিএনপির কৌশল

বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল মহলের ধারনা, বাংলাদেশের নির্বাচনে বেশি সংখ্যক আসন পেতেই মা ও ছেলে একাধিক আসনে লড়াই করবেন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতেই তারেক আর খালেদা দুজনে একাধিক আসনে লড়াই করছেন। বিএনপি বাংলাদেশের ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে মরিয়া চেষ্টা করছে। আর সেই কারণেই দলের তুরুপের তাস আশীতিপর খালেদা জিয়া।

55
বিএনপির ঘোষণা

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি লড়াই করছে ২৩৭টি আসনে। তারেক লড়াই করবেন, বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে। নির্বাচনে বিএনপি-র মোকাবিলা হবে জামাত ও এরশাদের দলের সঙ্গেও।

Read more Photos on
click me!

Recommended Stories