বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহালরা মনে করছেন তারেকের পথের কাঁটা জামাত। জামাতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তারেককে। তবে মা খালেদা জিয়ার মতই তারেক সম্পূর্ণরূপে হিন্দু বিরোধী নন- এটা প্রমাণ করার চেষ্টা করেছেন প্রথম দিনের ভাষণেই। তিনি বলেছেন, সকলে মিলে নতুন বাংলাদেশ গঠন করার কথা। কিন্তু তারেকের পথ যে খুব মসৃণ হবে তা নয়।