- Home
- West Bengal
- Kolkata
- 'শীতকালীন ছুটিতে রায় লেখা হবে DA মামলার!' সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দিন নিয়ে বড় আপডেট
'শীতকালীন ছুটিতে রায় লেখা হবে DA মামলার!' সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দিন নিয়ে বড় আপডেট
গত সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা মামলা। কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত রায় ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট। রায় ঘোষণার দিন নিয়ে বড় আপডেট দিলেন রাজ্য সরকারি কর্মীরা।

ঝুলে রয়েছে DA মামলার রায়
গত সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত রায় ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট। বর্তমানে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলছে। তাই চলতি বছর আর ডিএ মামলার রায় ঘোষণা করতে- এবার এমনই আশায় দিন গুণছেন রাজ্যের সরকারি কর্মীরা।
সুপ্রিম কোর্ট খুববে
বর্তমানে বড়দিন আর পয়লা জানুয়ারির ছুটি রয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৫ জানুয়ারি খুলবে সুপ্রিম কোর্ট। তারপরই সুপ্রিম কোর্ট ঘোষণা করতে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায়। তবে শর্ত একটাই বিচারপতি সঞ্জয় কারোল আর বিচারপতি পিকে মিশ্রর ডিভিশন বেঞ্চ বসতে হবে। কারণ এই বেঞ্চেই মামলার শুনানি শেষ হয়েছিল।
রাজ্য সরকারি কর্মীদের বার্তা
সম্প্রতি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজেরসাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন, কর্মচারী সমাজ দেখছে, তারা কীভাবে ন্যায্য ডিএ-র জন্য আইনি লড়াই লড়ছে। তারা চেষ্টা করছে যাতে দ্রুত ডিএ মামলার রায় ঘোষণা করা হয়।
রায় লেখা হয়নি
মলয়বাবু আরও বলেছেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সুপ্রিম কোর্ট খুলবে। সেই সপ্তাহেই রায় ঘোষণা হতে পারে। আবার রায় ঘোষণা আরও পিছয়ে পারে। তাদের অনুমান ডিএ মামলার রায়টাই হয়তো এখনও সম্পূর্ণভাবে লেখা হয়নি। শীতকালীন ছুটির মধ্যেই ডিএ মামলার রায় লেখা হতে পরে। জানুয়ারি মাসের প্রথম অথবে দ্বিতীয় সপ্তাহেই রায় প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রায় ঘোষণা
মলয় আরও বলেছেন, 'আমরা জানি না সর্বোচ্চ আদালত ঠিক কোন দিন রায় দেয়। রায় কবে ঘোষণা হবে তা আমরা জানতে পারব ঘোষণার মাত্র এক থেকে দুই দিন আগে। '
রায়ে দেরি কেন?
কনফেডারেশন অব স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িজ-এর নেতা শ্যামল মিত্র ডিএ মামলার রায় ঘোষণায় দেরি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'শীর্ষ আদালতের তরফে যে দ্রুততার সঙ্গে শুনানি করা হয়েছে, যেভাবে বিচারপতিরা একের পর এক প্রশ্ন তুলেছেন, রাজ্য সরকারের মনোভাবকে কাঠগড়ায় তুলেছিলেন তারপরেও কেন এতদিনে ডিএ মামলার রায়দান হল না তা নিয়ে আমরা বিস্মিত!' তিনি আরও জানিয়েছেন, রাজ্যের সব সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা এখনও সুপ্রিম কোর্টের রায়ের জন্যই অপেক্ষা করে রয়েছে।

