
Chinmoy Das Case: গত ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছিল হাই কোর্ট। এখনও তাঁর জেল মুক্তি হয়নি। এর মাঝেই ফের গ্রেফতার হলেন বাংলাদেশে (Bangladesh) ইসকনের (ISKCON) প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)। চট্টগ্রাম আদালত তাঁকে শোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর রাজধানী ঢাকার (Dhaka)-র হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের (ISKCON) প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)-কে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছিল তখন। এরপর আদালতে নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিষয় আইনি লড়াই চলে দীর্ঘদিন। কিন্তু, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যাতে কোনও আইনজীবী-ই আইনি লড়াই-র ময়দানে নামতে না পারেন, সেই ব্যবস্থা করা হয়। তাঁর হয়ে লড়তে গেলে আইনজীবীদের মারধর, গ্রেফতার, খুনের অভিযোগে মামলা দায়ের, সবই ঘটনা সামনে এসেছে। এই কারণে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন, জেলেই হয়তো চিন্ময় কৃষ্ণ দাসকে মেরে ফেলা হবে। তবে শেষ পর্যন্ত গত সপ্তাহে তাঁর জামিন মঞ্জুর করেছিল বাংলাদেশ হাইকোর্ট। ফলে খুশির হাওয়া ছিল সর্বত্র। কিন্তু, সেই খুশি বেশিক্ষণ থাকল না। কারণ সকালে জামিন মঞ্জুর হওয়ার পর বিকেলে তা স্থগিত করা হয়েছিল।
বিচারপতি আতোয়ার রহমান খান এবং বিচারপতি আলি রেজার বেঞ্চ বুধবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করে। কিন্তু, সন্ধ্যা গড়াতেই তা স্থগিত করে দেওয়া হয়। আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো রেজাউল হত সন্ধ্যায় এমন নির্দেশ দেন বলে জানা গিয়েছে।
সে সময় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী প্রহ্লাদ দেবনাথ কাল জানিয়েছিলেন, ‘তাঁরা আশা করছেন, দ্রুত কারাগার থেকে মুক্তি পাবেন এই সন্ন্যাসী।’ এর আগে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য অভিযোগ করেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস অসুস্থ। তিনি নিরামিষ খাবার খান। কিন্তু কারাগারে তাঁর চিকিৎসা, খাবারের উপযুক্ত ব্যবস্থা করা হচ্ছে না। তাঁকে বিনা বিচারে কারাগারে আটকে রাখা হয়েছে।’ আইনজীবী রবীন্দ্র ঘোষও একই অভিযোগ করেন। দীর্ঘ টালবাহানার পর অবশেষে জামিনের নির্দেশ পেলে থাকলেও চিন্ময় কৃষ্ণ দাস। তবে, তা ফের স্থগিত হয়ে যায়।
এই ঘটনার পাঁচ দিন পার হতেই ফের গ্রেফতার করা হয় তাঁকে। এখনও হয়নি তার জামিন। তার আগেই ফের তাঁকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম আদালত তাঁকে শোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছে। এর অর্থ গ্রেফতার হওয়া ব্যক্তিকে ফের গ্রেফতার করা।
অভিযোগ, চট্টগ্রাম আদালতচত্বরে কুপিয়ে এবং পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল আইনজীবী সাইফুল ইসলামকে। এই ঘটনাতেই এবার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করতে চেয়ে আবেদন জানিয়েছিল তদন্তকারীরা। সেই আবেদন সোমবার গ্রাহ্য করল চট্টগ্রাম আদালতের বিচারক এস এম আলাইদ্দিন মাহমুদ। সোমবার এই সংক্রান্ত ভার্চুয়াল শুনানিতে শোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছে আদালত। এই শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না বলে খবর।
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি
গত বছর গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ছিল। বাংলাদেশের জাতীয় পতাকাকে তিনি অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। এরপর ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণকে। বাংলাদেশে (Bangladesh) ইসকনের (ISKCON) প্রাক্তন নেতা হলেন চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)। গ্রেফতারির পর বারে বারে তাঁর জামিনের আবেদন করা হলেও তা খারিজ হয়। শেষে বুধবার জামিন মঞ্জুর হলেও সন্ধ্যায় ফের স্থগিত হয়ে যায় জামিন। আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো রেজাউল হত সন্ধ্যায় এমন নির্দেশ দেন বলে জানা গিয়েছে। তাই তিনি এখনও জেলে। কবে এই মামলার নিষ্পত্তি হবে এখন সেটাই দেখার।