"ভারত পাকিস্তানকে আক্রমণ করলে, সেভেন সিস্টার দখল করব" হুঁশিয়ারি দিল বাংলাদেশের মেজর জেনারেল

Published : May 02, 2025, 03:11 PM IST
Bangladesh Chief Advisor Muhammad Yunus (Photo/Reuters)

সংক্ষিপ্ত

“ভারত পাকিস্তানকে আক্রমণ করলে বাংলাদেশকে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করতে হবে।” মন্তব্য জেনারেল এএলএম ফজলুর রহমানের।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে বারত পাকিস্তানকে আক্রমণ করলে বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএলএম ফজলুর রহমান পরামর্শ দিয়েছেন যে তার দেশের উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে আক্রমণ করা এবং দখল করা।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সাবেক প্রধান রহমানও এই উদ্ভট ধারণা অর্জনে চীনের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান।

"ভারত পাকিস্তানকে আক্রমণ করলে বাংলাদেশকে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করতে হবে। এ প্রসঙ্গে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করছি।" এমনই মন্তব্য করেছেন রহমান।

মুহাম্মদ ইউনূস গত মার্চে চীন সফরের সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে মন্তব্য করলে উত্তেজনা চরমে ওঠে বলে মনে করা হয়।

"ভারতের সাতটি রাজ্য, ভারতের পূর্ব অংশকে সেভেন সিস্টার্স বলা হয়। এগুলি ভারতের একটি স্থলবেষ্টিত অঞ্চল। তাদের সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই," বলেন ড. ইউনূস। তিনি বাংলাদেশকে এ অঞ্চলে 'মহাসাগরের একমাত্র অভিভাবক' অভিহিত করে বলেন, এটি একটি বিশাল সুযোগ হতে পারে, চীনা অর্থনীতির সম্প্রসারণ।

এই মন্তব্যের নিন্দা জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একাধিক নেতা। ইউনূসের এই বক্তব্যের কয়েকদিন পরই ভারতের বিমানবন্দর ও বন্দর দিয়ে তৃতীয় কোনও দেশে বাংলাদেশি রপ্তানি পণ্য পরিবহনের প্রায় পাঁচ বছরের পুরনো চুক্তি বাতিল করে ভারত।

 

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে