
Bangladesh Durga Puja 2025: বাংলাদেশে দুর্গাপুজো মানেই মদ-গাঁজার আসর! স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যে হতবাক হিন্দু সম্প্রদায়। সারা বাংলাদেশের হিন্দুরা এই মন্তব্যের প্রতিবাদে সরব। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, 'এই মন্তব্যে দুঃখ পেলাম। আমরা সবসময় নেশার বিরুদ্ধে। মদ-গাঁজাকে আমরা না বলি। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপুজো নিয়ে এই মন্তব্য করলেন!' শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর গত বছর বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্গাপুজো করার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল। এবার দুর্গাপুজোর ঠিক আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করায় হিন্দুদের আশঙ্কা, ফের দুর্গাপুজোয় বাধা দেওয়া হবে। এমনকী, মদ-গাঁজার আসর বসানোর মিথ্যা অভিযোগ করে হিন্দুদের গ্রেফতারও করা হতে পারে। পুজো মণ্ডপে মৌলবাদীরা হামলা করলে সরকার নিরাপত্তা দেবে না বলেও আশঙ্কায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা।
সোমবার দুর্গাপুজো নিয়ে সাংবাদিক বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, '২৪ ঘণ্টা পুজোমণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিযুক্ত করা হবে। পুজো উপলক্ষে আশেপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে। এবার মেলায় এসব হবে না। গাঁজা ও মদের আসর বসানো যাবে না। এটা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তাঁদের মধ্যে যাঁরা আমাদের সঙ্গে ছিলেন, তাঁরা অঙ্গীকার করেছেন যে এটা খুবই ভালো হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে তাঁদের বড় ভূমিকা আছে। ২৪ ঘণ্টা যাতে মণ্ডপ পর্যবেক্ষণে থাকে, সে জন্য দিনে তিনজন করে, রাতে চারজন করে থাকবেন। তাঁরাও ২৪ ঘণ্টা মণ্ডপ পর্যবেক্ষণ করবেন যাতে কোনও ধরনের সমস্যা না হয়।'
দুর্গাপুজোয় মদ-গাঁজার আসর বসার দাবি করলেও, পুজোয় বাধা দেওয়ার কথা অস্বীকার করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। তাঁর দাবি, 'এবার পুজা আয়োজন কমিটি কোনও ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পুজো উদযাপন করা হয়েছিল। এবার আরও শান্তিপূর্ণভাবে পুজো উদযাপন করা হবে।' কিন্তু শান্তিপূর্ণভাবে পুজোই যদি হয়, তাহলে আইন-শৃঙ্খলা নিয়ে বা হামলা নিয়ে সরকারকে কেন বিশেষ উদ্যোগ নিতে হবে, সেই প্রশ্নের জবাব দেননি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা।।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।