বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্চ্রী শেখ হাসিনার বিচার চলছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাংলাদেশ সরকার বৃহস্পতিবার জানিয়েছে হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি পর্ব শেষ হয়েছে। মামলাটি চলছিল তিন বিচারপতির বেঞ্চে। বেঞ্চের সদস্যরা হলেন, বিচারপতি মোহম্মদ গোলাম মর্তুজা- তিনি বেঞ্চের প্রধান সদস্যরা। বাকি দুই সদস্য হলেন, বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ, বিচারক মোহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী।