বিশেষ করে পাটগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান, সিঙ্গামারি, সিন্দুর্না, হলদিবাড়ি, ডাউয়াবাড়ি, কালীগঞ্জের ভোটমারী, শৈইলমারী, কাকিনা, নোহালী, আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া, পলাশী এবং সদর উপজেলার ফলিমারী, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ি ও গোকুন্ডা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জলে তলিয়ে গেছে।