মিথ্যা অভিযোগে খুলনায় থানার মধ্যে হিন্দু কিশোরকে গণপিটুনি, 'গর্বিত' জামাত জঙ্গিরা

বাংলাদেশে পালাবদলের পর থেকেই বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ আসছে। বিভিন্ন জায়গায় মন্দির পুড়িয়ে দেওয়া, বাড়িঘরে হামলা, এমনকী খুন করার ঘটনাও দেখা যাচ্ছে।

খুলনার হিন্দু যুবক উৎসব মণ্ডলকে থানার মধ্যেই প্রচণ্ড মারধর করেছে জামাত-ই-ইসলামি জঙ্গিরা। উৎসবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ইসলাম ধর্মের প্রচারক সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ আনা হয়। যদিও বাংলাদেশের হিন্দুদের দাবি, এই যুবক ইসলাম ধর্ম বা নবীর সম্পর্কে কোনওরকম অবমাননাকর মন্তব্য করেননি। এক কট্টরপন্থী মুসলমান ব্যক্তি হিন্দু ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করছিল। তারই জবাব দেন উৎসব। এরপরেই এই যুবকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়। যদিও বাংলাদশের মৌলবাদীরা সে কথা মানতে নারাজ। তাদের দাবি, নবীর অবমাননা করেছেন উৎসব। এই কারণেই তাঁকে গণপিটুনি দেওয়া হয়েছে।

বেঁচে আছেন উৎসব?

Latest Videos

বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনীর কর্মীদের সামনেই উৎসবকে মারধর করা হয়। জঙ্গিদের কোনওরকম বাধা দেয়নি পুলিশ, সেনাবাহিনী। এই ঘটনার পর নানারকম বিভ্রান্তিকর কথা শোনা যাচ্ছে। প্রথমে পুলিশ বলেছিল, উৎসবের বয়স ১৫ বছর। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই যুবকের বয়স ২২ বছর। এই যুবকের মৃত্যু হয়েছে না তিনি বেঁচে আছেন, সে বিষয়েও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। প্রথমে বলা হয়েছিল, উৎসবের মৃত্যু হয়েছে। কিন্তু পরে সেনাবাহিনী জানায়, এই যুবক বেঁচে আছেন। কিন্তু বেঁচে থাকলেও, তিনি কী অবস্থায় আছেন, সেটা স্পষ্ট নয়। থানার মধ্যে কীভাবে বহু মানুষ ঢুকে পড়ে বিনা বাধায় এই যুবককে মারধর করল, সে বিষয়ে অবশ্য কিছু বলছে না পুলিশ ও সেনাবাহিনী।

 

 

উৎসবকে মেরে 'গর্বিত' জঙ্গিরা

উৎসবের বিরুদ্ধে বহু মানুষকে খেপিয়ে তোলার মূলে ছিল জামাত জঙ্গি আসানুল হক উসামা। সে সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার জন্য গর্বিত বলে জানিয়েছে। সে উৎসবের রক্তমাখা পোশাক নিয়েও উল্লাস প্রকাশ করে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন লেখিকা তসলিমা নাসরিন। তাঁর দাবি, উৎসবকে খুন করা হয়েছে। জামাত জঙ্গিদেরও দাবি, তারা এই যুবককে পিটিয়ে মেরেছে। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর কথায় বিভ্রান্তি ছড়িয়েছে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

হাসিনার নীরবতায় শান্তি ফিরবে বাংলাদেশে: মহম্মদ ইউনুস, হিন্দুদের ওপর হামলা নিয়েও সাফ কথা

খুন করা হতে পারে শেখ হাসিনাকে! প্রাণ বাঁচাতে চরম সিদ্ধান্ত নিল মোদী সরকার

অমুসলিম শিক্ষিকাদেরও পরতে হবে বোরখা! না হলেই চরম ব্যবস্থা! ফতোয়া জারি বাংলাদেশে

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের