বাংলাদেশে হিন্দু অত্যাচার অব্যাহত, দুই দিনে ৩টি মন্দিরে হামলা-ক্ষতিগ্রস্ত কালীমূর্তি

Published : Dec 21, 2024, 01:33 PM IST
Unrest Bangladesh  Attacks on Chakma and other ethnic groups protest in Chittagong bsm

সংক্ষিপ্ত

ময়মনসিং ও দিনাজপুরের তিনটি মন্দিরে ভাঙচুর করা হয়েছে। সবমিলিয়ে ৮টি মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি কালীমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত এই ঘটনায় একটিও মামলা রুজু করা হয়নি। 

বাংলাদেশ হিন্দুদের ওপর অত্যাচার অব্যাহত। ফের হামলার ঘটনা ঘটল হিন্দুদের উপাসনাস্থলে। গত ৪৮ ঘণ্টায় তিনটি হিন্দু মন্দিরে ভাঙচুর করা হয়েছে। ময়মনসিংহ, দিনাজপুর- দুই জেলার তিনটি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এপর্যন্ত বাংলাদেশে প্রায় ৮টি মন্দিরে ভাঙচুর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কালীমূর্তিও।

বাংলাদেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ময়মনসিং ও দিনাজপুরের তিনটি মন্দিরে ভাঙচুর করা হয়েছে। সবমিলিয়ে ৮টি মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি কালীমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত এই ঘটনায় একটিও মামলা রুজু করা হয়নি। যার কারণে বাংলাদেশে বসবাসকারী হিন্দু নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ মুখে হিন্দু নিরাপত্তার কথা বললেও মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার যে সেদেশের হিন্দু নাগরিকদের নিয়ে মোটেও চিন্তিত নয় তা এই ঘটনায় আবারও প্রকাশ পেল।

রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার ও শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাটে দুটি মন্দিরে হামলা চালান হয়। হালুয়াঘাট থানার ওসি জানিয়েছেন শুক্রবার শাকুয়াই ইউনিয়নের বন্দেরপাড়া মন্দিরে দুটি মূর্তি ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। কিন্তু মামলা দায়ের করা হয়নি। আবার বিলডোরা ইউনিয়নের একটি মন্দিরে মূর্তি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন হালুয়াঘাট থানার ওসি। ওই রিপোর্ট অনুযায়ী, তিনি জানিয়েছেন যে সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলালউদ্দিন নামে এক যুবককে (২৭) গ্রেফতার করা হয়েছে। যুবক নিজের দোষ কবুল করে নিয়েছে বলে দাবি করেছেন হালুয়াঘাট থানার ওসি।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে দাবি করা হয়েছে বাংলাদেশ হিন্দুদের ওপর ২২০০টি অত্যাচারের ঘটনা ঘটেছে। চলতি বছরে। যার অধিকাংশই শেখ হাসিনা পদচ্যুত হওয়ার পরে। ভারত সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে সতর্ক করেছে বলেও কেন্দ্রীয় সরকার সূত্রের খবর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

আওয়ামি লিগের যোগদান নিষিদ্ধ, বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা
কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়