কুমিল্লার পরে এবার বরিশাল! পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হল অ্যাসিড দিয়ে পোড়ানো জীবিত হিন্দু মহিলার দেহ

Published : Jul 01, 2025, 12:20 PM IST
sangli rape

সংক্ষিপ্ত

কুমিল্লার পরে এবার বরিশাল! পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হল অ্যাসিড দিয়ে পোড়ানো জীবিত হিন্দু মহিলার দেহ

বর্বরতার সব সীমা পার হয়ে গেল বাংলাদেশে। ইউনূস জামানায় চরম নির্যাকনের মুখ হিন্দুরা। কুমিল্লার গণধর্ষণ নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। তার পরেও শিকেয় উঠেছে হিন্দুদের নিরাপত্তা। এবার ফের সামনে এল ভয়াবহ নারী নির্যাতনের ঘটনা। বরিশালে উদ্ধার করা হল পলিথিন বন্দি হাত-পা বাঁধা এক মহিলার দেহ।

শরীরের বেশ কিছু অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে অ্যাসিড দিয়ে। ইতিমধ্যেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ভোর নাগাদ বরিশাল-ভোলা হাইওয়ের ধারে তালুকদার হাচ এলাকায় উদ্ধার ককা হয়েছে ওই তরুণীর দেহ। দেহ উদ্ধার করতে গিয়ে তরুণীকে তখনও জীবিত অবস্থায় পান। সঙ্গে সঙ্গে তাঁকে হাতপাতালে ভর্তি করেন পুলিশকর্মীরা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে ওই মহিলা হিন্দু বলে জানা গিয়েছে। সম্ভবত তাঁকে ধর্ষণ করে খুন করার চেষ্টা করা হয়েছিল বলেই অনুমান। চিকিৎসকেরা মহিলার দেহের একাধিক অংশ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এভাবে একের পর এক হিন্দু মহিলার উপরে নির্যাতেনর ঘটনায় ব্যাপক ক্ষোভ জমেছে সারা দেশ জুড়ে। ইউনূসের আমলে এই নিয়ে একাধিক হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা সামনে এল।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে