'বাংলাদেশকে রিকশাওয়ালার বউ ভাবে ভারত,' আওয়ামি লিগকে আক্রমণ করতে গিয়ে মাত্রা ছাড়ালেন বিএনপি নেতা

শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বিএনপি-জামাত। মৌলবাদীদের দখলে চলে গিয়েছে বাংলাদেশ। সারা দেশেই সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে মৌলবাদীরা।

একযোগে ভারত ও আওয়ামি লিগকে আক্রমণে করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন বিএনপি নেতা মির্জা আব্বাস। বাংলাদেশের রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে আলোচনাসভায় যোগ দেন মির্জা। সেখানে তিনি দাবি করেন, 'বাংলাদেশকে রিকশাওয়ালার বউ ভাবে ভারত।' ভারত বাংলাদেশ দখল করার চেষ্টা করছে বলেও দাবি করেন মির্জা। তাঁর হুঙ্কার, ‘আপনারা ২৪ দেখেন, একাত্তর দেখেন। বাংলাদেশের ২০ কোটি লোক সৈনিক। দেশ দখল করতে হলে তাঁদের রক্তের উপর দিয়ে যেতে হবে।’ ভারত কীভাবে বাংলাদেশ দখল করার চেষ্টা করছে, সে বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি এই বিএনপি নেতা।

বাংলাদেশের স্বাধীনতায় ভারত, আওয়ামি লিগের কোনও অবদান নেই!

Latest Videos

বিএনপি বরাবরই পাকিস্তানপন্থী হিসেবে পরিচিত। বাংলাদেশে মুক্তিযুক্তের সময়ও পাকিস্তানের হয়ে কাজ করেছিল বিএনপি। সব বিএনপি নেতার সঙ্গেই খান সেনা, রাজাকারদের যোগাযোগ ছিল। স্বাধীন বাংলাদেশ গঠনের পরেও পাকিস্তানপন্থী হিসেবেই থেকে গিয়েছে বিএনপি। সেই বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য মির্জা দাবি করছেন, 'সঠিক কথাগুলি বলে যাব আপনাদের কাছে। আওয়ামি লিগ ভারত থেকে এসে স্বাধীনতার গল্প শুনেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। আমাদের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার কোনও রাজনৈতিক পরিচয় বা দাবিদাওয়া ছিল না। এই সরকারকে বিব্রত করতে অশুভ চেষ্টা চলছে। আমরা খেয়াল করছি এই সরকারের মধ্যে কিছু লোক সরকারকে ভুল পথে পরিচালিত করছে। আওয়ামি লিগের সঙ্গে বিএনপি-কে এক করার চেষ্টা চলছে। বিএনপি-র বদনাম করাই তাদের কাজ।'

ভারতকে আক্রমণ বিএনপি-র

ভারতকে আক্রমণ করে এই বিএনপি নেতা বলেছেন, 'বিশ্বব্যাপী বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রমাণের চেষ্টা করছে ভারত। ইসকনের সবাই সন্ত্রাসবাদী না, তবে তারা একটি ঝামেলা লাগানোর চেষ্টা করছে।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বেলঘরিয়ার ছেলেেকে বাংলাদেশে ভারতীয় হিন্দু বলে নৃশংস আক্রমণ! পালিয়ে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফেরে যুবক

কুখ্যাত জঙ্গিদের রেহাই, চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে সওয়াল করা আইনজীবীদের বিরুদ্ধে খুনের মামলা!

Share this article
click me!

Latest Videos

মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য Konnagar-এ | Hooghly News
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
স্বীকারোক্তি দেবের! মমতার সামনে 'ও মধু আই লাভ ইউ' গেয়ে উঠলেন দেব! দেখুন | Actor DEV | TMC
PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal