৪০ টাকা জলের দাম চাওয়া হচ্ছে ৩০০ টাকা, ঢাকায় ভারতীয় চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

Published : Jul 26, 2025, 07:26 AM IST
Firefighters and soldiers work next to the wreckage of an air force training aircraft after it crashed into Milestone College campus, in Dhaka (Image/Reuters)

সংক্ষিপ্ত

ঢাকা হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা করতে যাওয়া ভারতীয় চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। জলের বোতলের দাম বেশি চাওয়া সহ বিভিন্ন অভিযোগ করেছেন চিকিৎসক দলের প্রতিনিধি।

ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা করতে যাওয়া ভারতীয় চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল। ভারত বিদ্বেষী স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজনের দুর্ব্যবহারের খবর এল প্রকাশ্যে। এই নিয়ে মুখ খুললেন চিকিৎসক দলের প্রতিনিধি ডাঃ পূজা মুখোপাধ্যায়।

ডাঃ পূজা মুখোপাধ্যায় বলেছেন, ভারতীয় বলেই কি বাংলাদেশে আমাদের কোনও মান সম্মান নেই, আমরা এসেছি বাংলাদেশে, শিশুর সেবা করতে, মানুষ কে বাঁচাতে not for luxury, not for money, just for humanity। আজ আমরা ঢাকা মেডিকেলে দায়িত্ব পালন করতেছি। হঠাৎ তৃষ্ণা পেলে একটি দোকানে যাই। সেখানে জলের বোতলে দাম লেখা ৪০ টাকা, কিন্তু আমাদের কাছ থেকে চাওয়া হল ৩০০ টাকা। এটাই কি মানবতা, শুধু ভিন্নদেশি বলে এমন অপমান, অবহেলা?

বাংলাদেশের রাজধানী ঢাকায় উত্তরায় মইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গতকাল পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। চিকিৎসাধীন আরও ৪৭। এদের অধিকাংশ শিশু। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কা জনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। এই পরিস্থিতিতে ভারত থেকে চার সদস্যের প্রতিনিধিদল গিয়েছে ঢাকায়।

এই চার সদস্যের দলের মধ্যে ২ জন দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ আর ২ জন নার্স। এই দুই চিকিৎসক দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের বরিষ্ঠ বার্ন ও প্লাস্টিক সার্জন। বুধবার ২৩ জুলাই রাত সাড়ে ৯ টায় দলটি বাংলাদেশে পৌঁছায়। কার্গো বিমানে চিকিৎসা সামগ্রী ও ওষুধ নিয়ে ঢাকায় যায় হলে খবর।

বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এই সকল চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করছে বলে খবর। তাদেরকে হেনন্থাও হতে হচ্ছে সেখানে। ৪০ টাকার জলের বোতল কিনতে হচ্ছে ৩০০ টাকা দিয়ে। এমনই জানান এই দলের অন্যতম সদস্য ডাঃ পূজা মুখোপাধ্যায়। শিশুদের চিকিৎসা করতে গিয়ে বিপাকে পড়তে হয় তাঁদের। আজও বাংলাদেশের এক শ্রেণীর মানুষের ভারত ও হিন্দু বিরোধী মানসিকতা অটুট আছে। এমনই প্রমাণিত হয়েছে এই ঘটনায়।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে