হাসিনা-কে উৎখাতের ছক কষেছিল বাইডেন। ছাত্র আন্দোলন সেই ছকের অংশমাত্র। একথা নিজেই বাংলাদেশ থেকে বিতারিত হওয়ার পর পরেই জানিয়েছিলন শেখ হাসিনা। এখন সেই কথা সত্য প্রমানিত হল।
জো বাইডেনের মতের সঙ্গে মিল হয়নি শেখ হাসিনার। তিনি মার্কিন নীতির চাপের বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন। বাইডেনের পরামর্শ মত বাংলাদেশের নির্জন সেন্ট মার্টিন দ্বীপে নিজেরে নৌঘাঁটি সাজাতে চেয়েছিলেন বাইডেন, তাতে সম্মতি দেননি হাসিনা। ফলে আঁতে ঘা লাগে, সেই নাকি হাসিনা-কে উৎখাতের ছক কষেছিল বাইডেন। ছাত্র আন্দোলন সেই ছকের অংশমাত্র। একথা নিজেই বাংলাদেশ থেকে বিতারিত হওয়ার পর পরেই জানিয়েছিলন শেখ হাসিনা। এখন সেই কথা সত্য প্রমানিত হল।
যুক্তরাষ্ট্রের সেস্ট ডিপার্টমেন্টের প্রাক্তণ কর্তা মাইক বেঞ্জ হাসিনার এই অনুমানই সত্য বলে সীলমোহর দিয়েছেল। এক সাক্ষাতকারে মার্কিন সাংবাদিক টকার কার্লসনকে যুক্তরাষ্ট্রের সেস্ট ডিপার্টমেন্টের প্রাক্তণ কর্তা মাইক বেঞ্জ জানান টানা ৬ বছরের প্ল্যানের ফলে শেষমেশ শেখ হাসিনা বাংলাদেশ থেকে উৎখাত হয়েছেন। মার্কিন স্বার্থ ও কুটনৈতিক নীতি বিপিএন এর সঙ্গে খাপ খায়। ফলে বারবার হসিনার জয় একবারেই মেনে নিতে পারছিলেন না বাইডেন। ফলে ছক কষে সকলের চোখে ধুলো দিয়ে, এক ছাত্র আন্দোলনের পটভূমিতে এই চিত্রনাট্যের রচনা করেছিলেন জো বাইডেন।
একথাও মাইক বেঞ্জ বলেছেন যে, হাসিনার অপসারণের এই প্ল্যানে সফল হতে কোটি কোটি টাকা ঢেলেছে আমেরিকা। কারণ সে চেয়েছিল সেখানে তাদের হাতের পুতুল খালেদা জিয়া-কে বসাতে। এছাড়া এই কতা স্বীকারও করেছেন যে, তাদের প্ল্যান সফল হওয়ার ফল স্বরূপ বাংলাদেশে যে এমন নৈরাজ্যের সৃষ্টি হবে, একথা তারা ভুলেও টের পাননি। বাংলাদেশের এই গৃহযুদ্ধের অনুমানও করতে পারেননি।