
শেখ হাসিনার (Sheikh Hasina) কুখ্যাত আয়না ঘর কোথায় রয়েছে? বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই এই প্রশ্নটা বারবার উঠেছে। কারণ আয়না ঘরই শেখ হাসিনার গুমঘর। যেখানে রাজনৈতিক বিরুদ্ধেবাদীদের এনে রাখা হত বিনা বিচারে। অনেক সময় আবার খুন করা হত বলেও অভিযোগ। এবার হয়তো সেই আয়না ঘরের সন্ধান পাওয়া যেতে পারে বলে অনুমান করছে বাংলাদেশের বাসিন্দারা। কারণ ঢাকার ৩২ নম্বর ধানমণ্ডির শেখ মুজিবর রহমানের (Sheikh Mujibur Rahman) বড়িতে ভাঙচুর চালানোর সময় বেসমেন্টের সন্ধান পাওয়া গিয়েছে। তাতেই গুম ঘরের জল্পনা উস্কে দিচ্ছে।
শেখ মুজিবরের বাসভবন ৩২ নম্বর ধানমন্ডির সীমানার মধ্যেই একটি নির্মীয়মাণ ভবন ছিল। ওই ভবনেও গিয়ে পড়েছিল জনতার রোষ। নির্মীয়মাণ ওই ভবনে তাঁরা একটি বেসমেন্টের খোঁজ পান। সেটি সম্পূর্ণ ভাবে জলে নিমজ্জিত। ভেঙে গুঁড়িয়ে যাওয়া মুজিবের বাসভবন দেখতে আসা জনতাদের মনে ওই বেসমেন্ট ঘিরে কৌতূহল দানা বেঁধেছে। অনেকেই দাবি করছেন সেটাই হাসিনার কুখ্যাত আয়নাঘর। যদিও বাংলাদেশ প্রশাসন এখনও এই বিষয়ে কিছুই বলেনি।
রবিবার ৩২ নম্বর ধানমান্ডিতে পৌঁছে দিয়েছে দমকল বাহিনী। দমকল কর্মীরা বেসমেন্ট থেকে জল বের করার কাজ শুরু করেছে। শুক্রবার রাত থেকেই ধানমান্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর চালাচ্ছে বাংলাদেশের স্থানীয় জনতা।
ধানমান্ডিতে বঙ্গবন্ধুর বাড়িটি ৬ তলা। সেখানে ছিল মুজিবরের ব্যবহৃত জিনিসের সংগ্রহশালা বা জাদুধর। বৃহস্পতিবার সেখানে ঢুকে পড়ের বিক্ষোভকারীরা। সেই জাদুঘর ভাঙা হচ্ছে। অনেক মূল্যবান আর দুষ্প্রাপ্য বই ছিল। সেগুলি দেদার লুঠপাট করা হচ্ছে। হাতে করে অনেকেই বই নিয়ে বেরিয়ে পড়েছে। মুজিব পরিবারের সদস্যদের লেখা বই ছিল সেই বাড়িতে। সেগুলিও নষ্ট করা হচ্ছে। বাংলাদেশবাসীর উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন বলে আগে থেকে ঘোষণা করেছিল আওয়ামী লীগ ও ছাত্র লীগ। তা নিয়ে হাসিনা-বিরোধীদের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। রাতে ভাষণ শুরুর আগেই সেই রোষ গিয়ে পড়ে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। সোশ্যাল মিডিয়ায় ডাক দিয়ে শুরু হয়ে, 'মার্চ টু ধানমান্ডি ৩২' কর্মসূচি। তাতেই তাণ্ডব চালান হয় বঙ্গবন্ধুর বাড়ি। বাড়িটি ক্রেন এনে ভেঙে ফেলার চেষ্টা করা হয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।