বাংলাদেশের বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, দেখুন সেই আগুনের ভয়ঙ্কর ভিডিও

Published : Oct 18, 2025, 05:02 PM IST
Bangladesh

সংক্ষিপ্ত

শনিবার বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। 

শনিবার বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুন লাগে। বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র কাওসার মাহমুদের মতে, ঘটনাটি ঘটে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে। এই ঘটনার জেরে বিমানবন্দর থেকে বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এটি বাংলাদেশের প্রধান বিমান বন্দর। আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল বাহিনী। প্রায় ৩০টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে।

বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে আগুন লেগেছে। সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। আগুনের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখুন সেই ভিডিও।

 

 

যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

বিমানবন্দরের পক্ষ থেকে বলা হয়েছে, সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে শাহজালাল বিমান বন্দর থেকে। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই বিমান পরিষেবা শুরু হবে। কার্গো ভিলেজের বাইরে উৎসুক জনতা ভিড় জমিয়েছে। কারণ আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকেই দেখা যাচ্ছে বিস্তীর্ণ এলাকা ঢেকেগেছে কালো ধোঁয়ায়। বিমান বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় জনতাদের সরে যেতে বলা হয়েছে। নৌবাহিনীকেও আগুনের মোকাবিলা করার জন্য ডাকা হয়েছে বলে সূত্রের খবর।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে