Mohammad Yunus: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের পদ ছাড়তে পারেন মহম্মদ ইউনুস। তাঁর বাড়ি থেকে দেখা করে বেরিয়ে এসে জল্পনা আরও উস্কে দিলেন রাজনৈতিক নেতা নাহিদ ইসলাম।
ক্রমশই জটিল হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এক বছরও শেখ হাসিনা পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে। কিন্তু তারপরেও স্থিতাবস্থা ফেরেনি বাংলাদেশে।
210
বাংলাদেশে ভোট
বাংলাদেশে চলছে অন্তর্বর্তী সরকারের শাসন। সাধারণ নির্বাচন কবে হবে তা নিয়ে স্পষ্ট কোনও বার্তা নেই প্রশাসনের তরফ থেকে। যদিও স্থানীয় বাসিন্দা আর রাজনৈতিক দলগুলি দ্রুত ভোট করার পক্ষে সওয়াল করতে শুরু করেছে।
310
মহম্মদ ইউনুসের গদি টলোমলো
এই অবস্থায় বাংলাদেশে আলোচনা শুরু হয়েছে মহম্মদ ইউনুসকে নিয়ে। শোনা যাচ্ছে এবার তাঁর গদি টলোমলো। কারণ তিনি নাকি খুব তাড়াতাড়ি পদ ছাড়তে পারেন।
সম্প্রতি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন বাংলাদেশের জাতীয় নাগরিক পর্টির নেতা নাহিদ ইসলাম। সেখান থেকে বেরিয়ে বোমা ফাটান এই রাজনৈতিক নেতা।
510
নাহিদের মন্তব্য
সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে নাহিদ বলেছেন, 'পদত্যাগের কথা ভাবছেন মহম্মদ ইউনুস। 'তিনি আরও বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আশাহত 'স্যার'।
610
পদত্যাগের কারণ
নাহিদ ইসলাম আরও বলেছেন, মহম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমনটা শুনেই তিনি তাঁর বাড়ি যমুনাতে গিয়েছিলেন। কথাও হয়েছে। তিনি আরও বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কাজ করতে পারছেন না মহম্মদ ইউনুস। রাজনৈতিক দলগুলি একমত হতে না পারাই তাঁর কাজের ক্ষেত্রে প্রতিবন্দকতা তৈরি করছে।
710
নাহিদের অনুরোধ
নাহিদ আরও জানিয়েছেন, তিনি ইউনুসকে এখনও পদত্যাগ না করতে অনুরোধ করেছেন। পাশপাশি রাজনৈতিক দলগুলিকে আর্জি জানিয়েছেন বাংলাদেশের উন্নয়নের জন্য মহম্মদ ইউনুসের পাশে দাঁড়াতে সহযোগিতা করতে।
810
নাহিদের প্রশ্ন
কোনও রাজনৈতিক দল তাঁর পদত্যাগ চাইলে, তিনি আস্থার কোনও জায়গা না পেলে কেন থাকবেন?
910
বিএনপি ও জাতীয় পার্টির বিবাদ
বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। পল্টা শর্ত চাপিয়ে জাতীয় নাগরিক পার্টিও তিন উপদেষ্টার পদত্যাগ চাইছে।
1010
মহম্মদ ইউনুসের বার্তা
যদিও পদত্যাগ নিয়ে এখনও মুখ খোলেননি মহম্মদ ইউনুস। কিন্তু বাংলাদেশে তাঁর গদি যে ধীরে ধীরে টলোমলো করছে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ তাঁর আমলে বাংলাদেশের আর্থিক অবস্থা দ্রুত খারাপ হচ্ছে।