মা-ছেলে মিলে বিদেশে পাচার ২৫০০ কোটি! হাসিনা-জয়ের বিরুদ্ধে বড় অভিযোগ বাংলাদেশ সরকারের

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন হাসিনা ও জয়-এর বিরুদ্ধে অর্থ বিদেশে পাচারের অভিযোগগুলি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।

 

বাংলাদেশ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন মা ও ছেলে। এমনই অভিযোগ অন্তর্বর্তী মহম্মদ ইউনুস সরকারের। শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশও দিয়ে দিয়েছে সরকার। হাসিনাদের দেশে ফেরাতেও উদ্যোগ নেওয়া হয়েছে। তেমনটাই জানিয়েছে মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন হাসিনা ও জয়-এর বিরুদ্ধে অর্থ বিদেশে পাচারের অভিযোগগুলি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত। সরকারের অনুমান ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই হাজার কোটি টাকা মা ও ছেলে মিলে বিদেশে পাচার করেছিলেন।

Latest Videos

অন্যদিকে ইউনুসের প্রেস সচিব রবিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁরা ভারতের কাছে হাসিনার প্রত্যাপর্ণ চাইবেন। হাসিনাকে যাতে দ্রুত বাংলাদেশের হাতে তুলে দেওযা হয় সেই দাবিও জানাবেন। শফিকুল লেখেন, হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম, দুর্নীতির অভিযোগ নিয়ে সঠিক তদন্তের জন্য তাঁরা হাসিনার প্রত্যাপর্ণ চাইবেন। তিনি আরও জানিয়েছেন, ভারতের সঙ্গে তাঁর বাংলাদেশের প্রত্যাপর্ণ চুক্তি রয়েছে। তিনি হাসিনাকে স্বৈরাচারী বলেও উল্লেখ করেছেন। বলেছেন, 'সম্প্রতি হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা সারা বিশ্ব বুঝতে পেরেছে। বিভিন্ন দেশের স্বৈরশাসকদের গল্পগুলি বার বার প্রমাণ করে, যে স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয়।'

এর আগে হাসিনা, তাঁর পুত্র জয়, বোন শেখ রোহানা ও রোহানার কন্যা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের ৯টি প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার তারই সঙ্গে যুক্ত হল বিদেশে টাকা পাচারের অভিযোগ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'যারা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পড়িয়েছে তাদের অবস্থা ভয়াবহ হবে' মন্তব্য সুজনের | Bangladesh
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar