ফের সেই ময়মনসিংহ, দীপু চন্দ্র দাশের পর আরও এক হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যা

Published : Dec 30, 2025, 06:25 PM IST
Bangladesh death

সংক্ষিপ্ত

Bangladesh Violence: বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর হামলা অব্যাহত। ময়মনসিংহ জেলার (Mymensingh District) ভালুকা উপজেলায় (Bhaluka Upazila) কয়েকদিনের ব্যবধানে দুই হিন্দু যুবককে খুন করা হল।

DID YOU KNOW ?
বাংলাদেশে খুন হিন্দুরা
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পরপর হিন্দুদের খুন করা হচ্ছে। বিশ্বজুড়ে নিন্দার মুখেও মৌলবাদীদের দাপট কমছে না।

Bangladesh Hindu: যে পেশাতেই থাকুন না কেন, হিন্দু হলে বাংলাদেশে রেহাই নেই। ময়মনসিংহ জেলার (Mymensingh District) ভালুকা উপজেলায় (Bhaluka Upazila) দীপু চন্দ্র দাশের (Dipu Chandra Das) নৃশংস হত্যাকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে নিন্দা, প্রতিবাদের মধ্যেই সেখানে ফের এক হিন্দু যুবককে খুন করা হল। নিহত যুবকের নাম বজেন্দ্র বিশ্বাস (Bajendra Biswas)। তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তিনি আনসারের (Ansar) সদস্য ছিলেন। আনসার হল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা এক বাহিনী। এই বাহিনীর সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে সরকারি দফতর, কারখানা, বিভিন্ন শিল্প সংস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তার দায়িত্বে থাকেন। আনসারের সদস্যদের হাতে অস্ত্র থাকে। বজেন্দ্র ভালুকায় সুলতানা সোয়েটারস লিমিটেড (Sultana Sweaters Limited) নামে লাবিব গ্রুপ (Labib Group) অধীনস্থ পোশাক তৈরির কারখানায় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন। সেখানেই তাঁকে গুলি করেন খুন করেন সহকর্মী নোমান মিয়া (Noman Mia)। সোমবার সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিটে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত আনসার সদস্য নোমানকে গ্রেফতার করা হয়েছে।

কেন খুন বজেন্দ্র?

এই ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশের পুলিশ। তবে ঠিক কী কারণে বজেন্দ্রকে খুন করেছেন নোমান, তা এখনও স্পষ্ট নয়। ধর্মীয় কারণে খুন ব্যক্তিগত শত্রুতা, তা জানার জন্য তদন্ত চালানো হচ্ছে। বজেন্দ্র সিলেট (Sylhet) সদর উপজেলার কাদিরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম পবিত্র বিশ্বাস। খুনে অভিযুক্ত নোমান সুনামগঞ্জ জেলার (Sunamganj District) তাহেরপুর থানা এলাকার বালুতুরি বাজার অঞ্চলের বাসিন্দা।

ঠিক কী হয়েছিল?

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কারখানায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন ২০ জন আনসার সদস্য। বজেন্দ্র ও নোমান পাশাপাশি বসেছিলেন। হঠাৎ নিজের কাছে থাকা শটগান দিয়ে বজেন্দ্রর পায়ে গুলি করেন নোমান। গুরুতর জখম অবস্থায় সহকর্মীরা বজেন্দ্রকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার চিকিৎসক জানান, এই হিন্দু যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাংলাদেশের হিন্দুরা আতঙ্কিত ও ক্ষুব্ধ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় পরপর খুন ২ হিন্দু যুবক।
দীপু চন্দ্র দাশের পর বজেন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় কয়েকদিনের ব্যবধানে খুন ২ হিন্দু যুবক।
Read more Articles on
click me!

Recommended Stories

বাংলাদেশে আরও এক হিন্দুকে হত্যা করা হল, গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ
খালেদা জিয়ার জন্মস্থান জলপাইগুড়ির নয়াবস্তি, প্রয়াণের খবরে শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা