একের পর এক হিন্দু নিখোঁজ বাংলাদেশে! মিলছে পরের পর লাশ, "কেন কিছু করছে না ইউনূস সরকার?"

Published : Jan 24, 2025, 09:58 AM IST
bangladesh pm

সংক্ষিপ্ত

একের পর এক হিন্দু নিখোঁজ বাংলাদেশে! মিলছে পরের পর লাশ, "কেন কিছু করছে না ইউনূস সরকার?"

বাংলাদেশে হিন্দুদের ভয়ঙ্কর অবস্থা। পরের পর নিখোঁজ হয়ে যাচ্ছে একের পর এক হিন্দু। ফিরছে লাশ হয়ে। গত ১৪ জানুয়ারি ঘটল এমনই আরেক ভয়ঙ্কর ঘটনা। বাংলাদেশের নরসিংদী জেলার বেলাব উপজেলায় উদ্ধার হল এক বছর ১৩-র হিন্দু কিশোরের দেহ। জানা গিয়েছে, মাটিয়াল পাড়া গ্রামের গৌরাঙ্গ মোদকের ছেলে অনয় চন্দ্র সন্ধেবেলায় পড়াশুনোর কিছু উপকরণ কিনতে বেরিয়েছিল। তারপর থেকেই নিখোঁজ এই কিশোর। তাকে অপহরণ করে টাকা চায় দুষ্কৃতীরা। কিন্তু টাকা দেওয়ার পরেও জীবিত অবস্থায় পাওয়া যায়নি তাকে। অপহরণের ৫ দিন পরে গত সোমবার আড়িয়াল খাঁ নদী থেকে তার লাশ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

এ ছাড়াও যশোর জেলার বনগ্রাম থেকেও নিখোঁজ হয়েছে বছর ১৮-র এক গৃহবধূ। জানা গিয়েছে, বুধবার ২২ জানুয়ারি সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল চন্দ্রিমা মল্লিক কিন্তু তারপর থেকেই নিখোঁজ তিনি। বনগ্রামের পলাশ মণ্ডলের স্ত্রী চন্দ্রিমা। বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ জয় দেবনাথ নামের আরও এক হিন্দু যুবক। এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের কোনও হদিশ পাওয়া যায়নি।

বাংলাদেশে হিন্দুরা যে একেবারেই নিরাপদ নয় তার বহু আভাস পাওয়া যাচ্ছে সামাজিক মাধ্যম থেকেও। এই পরিস্থিতিতে হিন্দুদের রক্ষা করতে নিরব ইউনূস সরকার এমনই প্রতিবাদ দেখা গিয়েছে সামাজিক মাধ্যমে।

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে