জানুয়ারির সংস্করণের রিপোর্টে ২০২৪-২৫ অর্থ বছর নিয়ে পূর্বাভাস তুলে ধরেছে। তারা বলেছে, চলতি অর্থবর্ষে বাংলাদেশের মোট জিডিপি ৪.১ শতাংশে নেমে যেতে পারে।
শেখ হাসিনা (Sheikh Hasina )সরকারের পতনের পর বাংলাদেশের (Bangladesh) দায়িত্ব নিয়েছিলেন মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। বাংলাদেশের আর্থিক ও সামাজিক পরিস্থিতি উন্নতি হবে বলে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের পালাবদলের মাত্র ৫ মাসের মধ্যেই বিশ্বব্যাঙ্কের উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ পেয়েছে। বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ-এর ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টস শীর্ষক প্রতিবেদন অনুসারে বাংলাদেশের জিডিপি অর্ধেক হয়ে গেছে। চাকরির বাজারও দিনে দিকে খারাপ হয়ে যাবে।
জানুয়ারির সংস্করণের রিপোর্টে ২০২৪-২৫ অর্থ বছর নিয়ে পূর্বাভাস তুলে ধরেছে। তারা বলেছে, চলতি অর্থবর্ষে বাংলাদেশের মোট জিডিপি ৪.১ শতাংশে নেমে যেতে পারে। যা গত জুনের পূর্বাভাসের থেকে ১.৬ শতাংশ পর্যন্ত কম হতে পরে। বাংলাদেশএর গর্ব সেই দেশের বস্ত্রশিল্প। কিন্তু সেই গর্বের কাপড় শিল্পও ভেঙে পড়ছে। যদিও বাংলাদেশের বস্ত্রশিল্পের এই দুর্দশার সময়ই রীতিমত উত্থান হবে ভারতীয় বস্ত্রশিল্পের। তেমনই উল্লেখ রয়েছে রিপোর্টে।
বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ায় বিনিয়োগকারীরা আতঙ্কিত। বিনিয়োগকারীরা বর্তমানে বাংলাদেশে টাকা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। কোভিডের আগে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭.৯ শতাংশ। এটি ছিল বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম। কিন্তু বর্তমানে বাংলাদেশের জিডিপি তলানিতে নেমেছে।
একটা সময় বাংলাদেশ ভারতের কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিত। এখনকার পোশাক শিল্প ভারতের পোশাক শিল্পের চেয়ে উন্নত ছিল। কিন্তু আজ সেখানের পরিস্থিতি পাল্টে গেছে। ধসে পড়ছে বাংলাদেশের বস্ত্রশিল্প। বাংলাদেশের অর্থনীতি ৪.১ শতাংশ হারে রয়েছে। সেখানে ভারতের জিডিপির হার ৭ শতাংশের ওপর।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।