বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিংসা-লুটপাট, সুপ্রিম কোর্টেও হামলার আশঙ্কায় মহম্মদ ইউনূস

Published : Feb 08, 2025, 05:48 PM ISTUpdated : Feb 08, 2025, 05:54 PM IST
bangladesh pm

সংক্ষিপ্ত

মুজিবুর রহমান ও শেখ হাসিনার বাড়িতে হামলাই শেষ নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজধানী ঢাকায় গুরুত্বপূর্ণ সরকারি ভবনেও হামলার আশঙ্কা করছে মহম্মদ ইউনূস প্রশাসন।

ক্ষমতা নিজের দখলে রাখতে গিয়ে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করে ফেলেছেন মহম্মদ ইউনূস। এখন তিনি নিজেই জনরোষের মুখে পড়ার ভয় পাচ্ছেন। আওয়ামি লিগ নেতা-কর্মী ও সংখ্যালঘুদের দমন করার জন্য যে উন্মত্ত জনতাকে উস্কে দিয়েছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, সেই জনতা এবার বাংলাদেশের রাজধানী ঢাকাতেও বিভিন্ন জায়গায় হামলা চালাতে পারে। এমনকী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। এই কারণে সুপ্রিম কোর্ট-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ইউনূস নিজেও খুব একটা স্বস্তিতে নেই। তাঁর বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছে। সবকিছুকেই আওয়ামি লিগ ও ভারতীয় সংবাদমাধ্যমের চক্রান্ত, অপপ্রচার, ভুয়ো বলে দাবি করছেন ইউনূস। তবে তিনি অস্বস্তি এড়াতে পারছেন না।

সারা বাংলাদেশেই অস্থিরতা

মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমণ্ডি ৩২, শেখ হাসিনার বাসভবন সুধা সদনে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগই শেষ নয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামি লিগ নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর চলছে। সংখ্যালঘুদের বাড়ি, মন্দিরেও হামলা অব্যাহত। এই পরিস্থিতিতে শনিবার সকাল থেকেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বরে সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর জওয়ানদের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশকর্মীদেরও মোতায়েন করা হয়েছে। ঢাকায় এখন একুশে বইমেলা চলছে। ফলে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলিস্তানের মতো অঞ্চলগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তা আরও জোরদার করতে চাইছে ইউনূস প্রশাসন।

বাংলাদেশে শান্তি ফিরবে?

৩২ নম্বর ধানমণ্ডি, সুধা সদনে হামলা চালিয়ে অবাধে বিভিন্ন জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়েছে জনতা। পুলিশ-সেনাবাহিনী কোনওরকম বাধা দেয়নি বলে অভিযোগ। এমনকী, আগুন নেভাতে দমকলও যায়নি বলে অভিযোগ উঠেছে। প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতেও উন্মত্ত জনতা হামলা চালিয়েছে। পরপর এরকম হামলার পরিপ্রেক্ষিতে ঢাকার নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ সরকার। ইউনূস বুঝতে পারছেন, পরিস্থিতি ক্রমশঃ হাতের বাইরে চলে যাচ্ছে। যে কোনও সময় ইউনূসের উপরেও জনতার ক্ষোভ আছড়ে পড়তে পারে। সেই কারণেই তিনি আগাম সতর্কতা নিচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'আমি মরে গেলেও দুঃখ নেই, কিন্তু পরিবারকে হেনস্থা করা হচ্ছে,' ঢাকায় তৃতীয় দিন অনশনে সুস্মিতা কর

'এক সুস্মিতা মরলে হাজার সুস্মিতা জন্ম নেবে,' সংখ্যালঘুদের অধিকার আদায়ে ঢাকায় আমরণ অনশনে শিক্ষার্থী প্রতিনিধি

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে