
Sheikh Hasina Death Sentence: 'দাদা, শেখ হাসিনাকে কি বাংলাদেশে (Bangladesh) ফিরিয়ে দেবে ভারত?' ফোন ধরতেই বলে উঠলেন ময়মনসিংহ (Mymensingh) বিভাগের শেরপুর (Sherpur) জেলার বাসিন্দা প্রণয় চন্দ্র সুশীল। এই যুবকের মতোই আরও অনেকেই হাসিনার বিষয়ে কৌতূহলী। গত বছর হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে জল্পনা চলছে। প্রাক্তন প্রধানমন্ত্রী কোথায় ও কী অবস্থায় আছেন, সে বিষয়ে জানার চেষ্টা করছেন বাংলাদেশের অনেক মানুষ। হাসিনার বিষয়ে ভারত সরকার (Government of India), বিজেপি (BJP), আরএসএস (RSS) ও কংগ্রেসের (Indian National Congress) অবস্থান কী হবে, বিষয়েও আগ্রহ রয়েছে। প্রণয় জিজ্ঞাসা করলেন, 'দাদা, কংগ্রেস কি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে চাইবে? সত্যিই কি হাসিনার ফাঁসি হয়ে যাবে?'
হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বিভিন্ন জেলায় হিংসা ছড়িয়ে পড়েছে। ময়মনসিংহে কী অবস্থা? প্রণয় জানালেন, 'শহরের পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। তবে গ্রামগুলিতে অবস্থা স্বাভাবিক। নতুন করে আর কোনও অশান্তি হয়নি। আমরা আপাতত শান্তিতে বসবাস করতে পারছি।'
বাংলাদেশের বরিশালের (Barishal) বাসিন্দা নিক্সন হালদার এখন পশ্চিমবঙ্গে আছেন। তিনি জানিয়েছেন, হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর থেকেই প্রতিবাদ শুরু করেছে আওয়ামি লিগ (Bangladesh Awami League)। ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামি লিগ। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ‘অবৈধ মহম্মদ ইউনুস (Muhammad Yunus) সরকারের অন্যায়, জনগণবিরোধী কর্মকাণ্ড এবং বিচারের নামে প্রহসনের বিরুদ্ধে গণআন্দোলনকে তীব্র করা।’ বাংলাদেশে এখন আওয়ামি লিগ খাতায়-কলমে নিষিদ্ধ হয়ে গেলেও, প্রাক্তন শাসক দলের কর্মসূচি থেমে থাকছে না। সরকার, পুলিশ ও সেনাবাহিনীর বাধার মধ্যেই হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন আওয়ামি লিগের নেতা-কর্মীরা। তাঁরাও হাসিনার বিষয়ে ভারত সরকারের অবস্থান নিয়ে কৌতূহলী হয়ে উঠেছেন। আওয়ামি লিগের আশা, হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।