Sheikh Hasina: ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথা জল্পনা উস্কে গেল ভোটমুখী বাংলাদেশে। আন্তজার্তিক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসিনা পুত্র তাঁর মা শেষ হাসিনার বাংলাদেশে ফেরা ও রাজনীতি থেকে অবসর নেওয়া নিয়ে একাধিক কথা বলেছেন
ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথা জল্পনা উস্কে গেল ভোটমুখী বাংলাদেশে। আন্তজার্তিক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসিনা পুত্র তাঁর মা শেষ হাসিনার বাংলাদেশে ফেরা ও রাজনীতি থেকে অবসর নেওয়া নিয়ে একাধিক কথা বলেছেন। একই সঙ্গে তিনি তাঁদের দল আওয়ামি লিগ নিয়েও মুখ খুলেছেন। যা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে রীতিমত আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
25
রাজনীতিকে বিদায় হাসিনার!
আন্তর্জাতিক মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে জয় বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামি লিগ ফিরলেও তাঁর মা হাসিনার আর রাজনীতিকে ফেরার কোনও সম্ভাবনা নেই. জয়ের কথায়, 'আমার মায়ের বয়স হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে এটাই ছিল তাঁর শেষ টার্ম। তিনি অবসর নিতে চেয়েছিলেন।' হাসিনা যুগের সমাপ্তি হচ্ছে কিনা জানতে চাইলে জয় বলেন, 'সম্ভবত তাই'
35
আওয়ামি লিগ নিয়ে আশাবাদী জয়
সজীব ওয়াজেদ জয় বলেছেন, হাসিনা যদি নাও ফেরেন তাহলেও আওয়ামি লিগ ফিরবেই। তিনি বলেন, 'আওয়ামি লিগ কোথাও যাবে না। আমাদের ৪০-৫০ শতাংশ ভোট রয়েছে। আপনি কী মনে করেন ৪০-৫০ শতাংস মানুষ হঠাৎ করে সমর্থন করা বন্ধ করে দেবে?' তিনি আরও বলেন, দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৬-৭ কোটি ভোটার আওয়ামী লিগের।
জয় আরও বলেন, দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৬-৭ কোটি ভোটার আওয়ামি লিগের। তিনি আরও বলেন, বাংলাদেশের সবথেকে পুরনো রাজনৈতিক দল। ৭০ বছর হয়ে গিয়েছে। তিনি বলেন, 'মাকে নিয়ে হোক , মাকে ছাড়া , দল চলবে। কেউ চিরকাল থাকে না।'
55
দেশ ছাড়়া হাসিনা
এক বছরেরও বেশি সময় ধরে দেশছাড়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতের গোপন ডেরায় রয়েছেন। অন্য কোনও দেশ তাঁকে রাজনৈতিক আশ্রয় দেননি।