আজ শেখ হাসিনার সাজা ঘোষণা, আশান্তি রুখতে দেখামাত্রই গুলির নির্দেশ মহম্মদ ইউনুসের

Published : Nov 17, 2025, 08:51 AM IST

উত্তপ্ত বাংলাদেশ। তারই মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় আজ সাজা ঘোষণা করা হবে। রায় দেবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 

PREV
15
আজ সাজা ঘোষণা হাসিনার

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় আজ সাজা ঘোষণা করা হবে। রায় দেবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তার আগে রীতিমত উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।

25
উত্তপ্ত বাংলাদেশ

হাসিনার সাজা ঘোষণাকে কেন্দ্র করে রবিবার থেকেই উত্তপ্ত বাংলাদেশ। দেশের একাধিক স্থানে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে গাড়ি সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্রোহীদের বিরুদ্ধে। অ্য়াম্বুলেন্সেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

35
কড়া নিরাপত্তা বাংলাদেশে

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে বাংলাদেশে। রবিবার সন্ধ্যে থেকেই দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছে বাংলাদেশের মহম্মদ ইউনুস প্রশাসন। প্রশাসনের তরফে নির্দেশে বলা হয়েছে কোথাও কোনও মানুষ যদি কারও ওপর হামলা চালায় বা গাড়ি বা পুলিশের ওপর হামলা বা অগ্নিসংযোগ করে তাহলে দেখামাত্রই গুলি চালাতে হবে।

45
সাজা ঘোষণা

সোমবার, আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির রায় ঘোষণা করবে। সেটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের।

55
শাস্তির দাবিতে মিছিল

ইতিমধ্যেই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিল হয়েছে। হাসিনার ফাঁসির দাবি চেয়েছে একাধিক সংগঠন। অন্যদিকে হাসিনার দল আওয়ামি লিগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। যদিও সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ঢাকা-বরিশাল মহাসড়কে মিছিল হয়।

Read more Photos on
click me!

Recommended Stories