Bangladesh: দ্রুত নির্বাচন না হলে বাংলাদেশে সেনা অভ্যুত্থান? বিপাকে ইউনূস

Published : May 21, 2025, 11:11 PM ISTUpdated : May 21, 2025, 11:14 PM IST
Muhammad Yunus

সংক্ষিপ্ত

Muhammad Yunus: গত কয়েক মাস ধরে বাংলাদেশে (Bangladesh) নির্বাচিত সরকার নেই। গণতন্ত্র ফেরানোর উদ্যোগ নিচ্ছেন না মহম্মদ ইউনূস। নির্বাচন আয়োজন করা নিয়ে তাঁর উপর চাপ বাড়ছে। বাংলাদেশের সেনাও ইউনূসের বিপক্ষে চলে যাচ্ছে।

Muhammad Yunus vs General Waker-Uz-Zaman: এ বছরের ডিসম্বরের মধ্যে বাংলাদেশে (Bangladesh) সাধারণ নির্বাচন না হলে কি সেনা অভ্যুত্থান হবে? (Military Coup) বুধবার থেকে আন্তর্জাতিক মহলে সেই আলোচনা শুরু হয়েছে। এদিন ঢাকায় (Dhaka) সেনাপ্রাঙ্গনে দরবার আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের সেনাবাহিনীর সব আধিকারিক যুদ্ধের পোশাক পরে হাজির হন। এই দরবার থেকেই মহম্মদ ইউনূসকে (Muhammad Yunus) কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (Bangladesh Army Chief General Waker-Uz-Zaman)। তিনি বলেছেন, এ বছরের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেনাবাহিনীর কাজকর্মের বিষয়ে ইউনূসের হস্তক্ষেপ চলবে না। প্রস্তাবিত রাখাইন করিডর-সহ (Rakhine Corridor) সব গুরুত্বপূর্ণ বিষয়ে সেনাবাহিনীকে অবগত করতে হবে। ফলে ইউনূসের উপর চাপ বাড়ছে। দ্রুত নির্বাচন না হলে এবং সেনাবাহিনীর কাজে প্রশাসন হস্তক্ষেপ করলে কী হবে, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি বাংলাদেশের সেনাপ্রধান। কিন্তু তিনি যে হঁশিয়ারি দিয়েছেন, তাতে সেনা অভ্যুত্থানের ইঙ্গিতই দেখছে আন্তর্জাতিক মহল।

বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ফিরবে?

শেখ হাসিনার আমলের শেষদিকে বাংলাদেশে গণতান্ত্রিক ও অবাধ নির্বাচন হত না বলে বারবার অভিযোগ উঠত। বিরোধী দলগুলি যাতে নির্বাচনে কার্যত লড়াই না করতে পারে, সেই ব্যবস্থা করা হত। ফলে সেনাবাহিনীও হাসিনার বিপক্ষে চলে গিয়েছিল। হাসিনা ক্ষমতা হারিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হওয়ার পর সেনাপ্রধান সরকার পরিচালনার ভার নিজের হাতে তুলে না নিয়ে ইউনূসকে ক্ষমতায় বসান। আশা ছিল অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। সব দল নির্বাচনে লড়াই করতে পারবে। কিন্তু নির্বাচন আয়োজন করতে চাইছেন না ইউনূস। এই কারণে তাঁর সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব বাড়ছে।

সেনাপ্রধানকে সরাতে চাইছেন ইউনূস

হাসিনাকে যেভাবে গণ-আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক একই কায়দায় হিংসাত্মক বিক্ষোভের মাধ্যমে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন ইউনূস। কিন্তু তাঁর এই পরিকল্পনা সফল হতে দিতে নারাজ বাংলাদশের সেনাপ্রধান। তিনি বায়ুসেনা প্রধান এবং নৌবাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে চলতে চাইছেন। বাংলাদেশের সেনাপ্রধান স্পষ্ট করে দিয়েছেন, তিনি বিক্ষোভ-বিশৃঙ্খলা সহ্য করবেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে