'জঙ্গি পতাকায় ছেয়ে গেছে দেশ', মহম্মদ ইউনুস সরকারকে তুলোধনা করলেন তসলিমা নাসরিন

Published : Dec 02, 2024, 10:51 PM IST
Taslima Nasrin strongly criticizes the interim government of Mohammad Yunus in Bangladesh bsm

সংক্ষিপ্ত

 সোমবার পর দুটি পোস্ট করেন তসলিমা। সেখানে তিনি দাবি করেন বাংলাদেশ ছেয়ে গেছে জঙ্গি পতাকায়। জঙ্গি পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকার ছবিও পোস্ট করেন তসলিমা।

আবার বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস মহম্মদের সরকারি বিরুদ্ধে তোপ দাগলেন তসলিমা নাসরিন। এবার তসলিমার তোপ বাংলাদেশের জাতীয় পতাকার ওপর আইসিসের নিশানা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তসলিমা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেন। সোমবার তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়া পোস্ট করেন।

সোমবার পর দুটি পোস্ট করেন তসলিমা। সেখানে তিনি দাবি করেন বাংলাদেশ ছেয়ে গেছে জঙ্গি পতাকায়। জঙ্গি পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকার ছবিও পোস্ট করেন তসলিমা। পাশাপাশি দেশের শাসকদের একই চরিত্র বলেও দাবি করেন তিনি। একটি পোস্টে তিনি লিখেছেন, 'জঙ্গি পতাকায় ছেয়ে গেছে দেশ।

দেশের পতাকা পড়ে থাকে একা, জবুথবু, পড়ে থাকে জঙ্গি পতাকার নিচে।'

অন্য একটি পোস্টে তসলিমা নারসিন লিখেছেন, 'শেখ হাসিনা খারিজ করিয়েছিলেন তাঁর বিরুদ্ধে সব মামলা।

মুহম্মদ ইউনুস খারিজ করিয়েছেন তাঁর বিরুদ্ধে সব মামলা।

খালেদা জিয়া খারিজ করিয়েছেন তাঁর বিরুদ্ধে সব মামলা।

তারেক জিয়া খারিজ করিয়েছেন তাঁর বিরুদ্ধে সব মামলা।

শেখ হাসিনা, মুহম্মদ ইউনুস, খালেদা জিয়া, তারেক জিয়ার মধ্যে মূলত কোনও পার্থক্য নেই। বাংলাদেশের হিংসার আর প্রতিশোধের রাজনীতিতে সব রাজনীতিকই এক এবং অভিন্ন।'

আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার। হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর নির্যাতন বেড়েছে। সেই সঙ্গে বাংলাদেশে জঙ্গি ও মৌলবাদীদের দৌরাত্ম্য বেড়েছে বলেও অভিযোগ উঠেছে। বর্তমানে বাংলাদেশে ইসলামিক স্টেটের পতাকা উড়েছে। ঢাকা সহ বিভিন্ন এলাকায় জঙ্গিরা মিছিল করছে বলেও অভিযোগ উঠেছে। যা নিয়ে সরব হয়েছেন তসলিমা। এর আগে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির বিরুদ্ধেও সরব হয়েছিলেন লেখিকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

আওয়ামি লিগের যোগদান নিষিদ্ধ, বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা
কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়