Bangladesh: আতিফের কনসার্টে হটাৎ এ কী হল? আবারও চরম বিতর্কের মুখে বাংলাদেশ!

চূড়ান্ত অব্যবস্থা। 

গায়ক মঞ্চে ওঠার পরই পুরো লোডশেডিং হয়ে যায়। বেশ কিছুক্ষণ বিদ্যুৎ ছিল না। এই নিয়ে কার্যত, ক্ষোভ উগরে দিয়েছেন কনসার্টে আসা দর্শক এবং নেটিজেনরা।

এদিকে এই অনুষ্ঠান ঘিরে যে কিছু ভুলত্রুটি হয়েছে, তা পরোক্ষভাবে স্বীকারও করে নিয়েছেন আয়োজকরা। এমনিতেই শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বিশৃঙ্খলা চলছে গোটা বাংলাদেশ জুড়ে। সেখানে একদিকে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে অপরদিকে চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়ে ঘরে-বাইরে নানা প্রশ্নের মুখে পড়ছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার।

Latest Videos

আর এই অশান্তির মধ্যেই ঢাকায় কনসার্ট করতে গেছিলেন গায়ক আতিফ আসলাম। জানা গেছে, ট্রিপল টাইম কমিউনিকেশন নামে একটি সংস্থা আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’কনসার্টে গাইতে এসেছিলেন তিনি। শুক্রবার, ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত সেই অনুষ্ঠান ঘিরেই চরম বিশৃঙ্খলা তৈরি হয়।

এদিন আতিফের গান শুনতে যারা গেছিলেন, তারাই নানা অভিযোগ তুলেছেন। তাঁরা জানিয়েছেন, কনসার্ট শুরু হওয়ার কথা ছিল বিকেল চারটেয়। কিন্তু তারও প্রায় এক ঘণ্টা পর, শুরু হয় কনসার্ট। তার উপর আবার আতিফ মঞ্চে ওঠার পরেই হটাৎ লোডশেডিং হয়ে যায়। এছাড়াও সেই কনসার্টে বাংলাদেশের তাহসান, কাকতাল ব্যান্ড, পাকিস্তানের গায়ক আবদুল হান্নান থাকলেও মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন আতিফই।

জানা যাচ্ছে, এদিন রাত ৯.৪৫ মিনিট নাগাদ মঞ্চে ওঠেন পাকিস্তানের এই গায়ক। তিনি মঞ্চে ওঠার পরেই দেখা দেয়, বৈদ্যুতিক গোলমাল। প্রায় ২০ মিনিট বিদ্যুৎ বিভ্রাট ছিল সেখানে।

তবে অনুষ্ঠানে যে বেশ কিছু ত্রুটি ছিল, তা এককথায় স্বীকারও করে নিয়েছেন আয়োজকরা। তারা জানিয়েছেন, এই কনসার্টে আতিফের ১ ঘণ্টা ২০ মিনিট গান গাওয়ার কথা ছিল। তবে প্রায় ২০ মিনিট সেখানে বিদ্যুৎ ছিল না। তারপরেও তিনি সেখানে টানা ৩ ঘণ্টা গান গেয়েছেন।

আয়োজকদের তরফ থেকে আরিফা শবনম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এত বড় একটি অনুষ্ঠানে কিছু ভুল হতেই পারে। আগামীদিনে যাতে তা না হয়, সেইদিকে নজর রাখা হবে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ইউনূস সরকার ব্যর্থ, আওয়ামী লিগ অনেক ভালো ছিল' এক বাংলাদেশীর মন্তব্য | Bangladesh Crisis
Suvendu-র পেট্রাপোলে জমায়েত নিয়ে প্রশ্ন Mamata-র, পাল্টা মুখ্যমন্ত্রীকে ঝাঁঝালো আক্রমণ শঙ্কর ঘোষের
'ইউনূসকে এবার অশান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া উচিত' ফুঁসে উঠলেন অর্জুন | Arjun Singh BJP
'সদিচ্ছা প্রমাণ করুন! আমরা রাস্তায়, আর মুখ্যমন্ত্রী কোথায়!' মমতাকে কড়া জবাব Suvendu Adhikari-র
২, ৩ দিন এইভাবে চললে চোখ থেকে জল বেরবে ওদের : Suvendu Adhikari #shorts #suvenduadhikari #bangladesh