বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে ফের জঙ্গি হানা! মৃত্যু ৩, আহত ৭
বাংলাদেশে জঙ্গি হামলা! রহিঙ্গা শিবিরে জঙ্গি হামলা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় তিন জন রোহিঙ্গার নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এ ছাড়াও ৭ জন আহত হয়েছেন। এদিন রোহিঙ্গা স্যালভোশনের প্রায় ১০০ জন সদস্য জোর করে ঢুকে পরে রোহিঙ্গাদের শিবিরে বলে জানা গিয়েছে।
২০১৭ সালে মায়ানমার থেকে বিতারিত হয় রোহিঙ্গারা। প্রায় ১০ লক্ষের কাছাকাছি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। কিন্তু তারপর থেকেই তাদের উপর অনবরত হামলা চালান হচ্ছে বলে অভিযোগ।
শুধু তাই নয় শিবির থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে কিশোর ওর যুবকদের জঙ্গি গোষ্ঠিতে ভর্তি করা হচ্ছে বলে জানা গিয়েছে।
শিবিরের কাঁটা তারের বেড়া টপকেই ঢুকে পড়েন জঙ্গিরা। এরপর রোহিঙ্গাদের উপর গুলি চালান হয়। তার পাশাপাশি ছুড়ি দিয়েও আঘাট করা হয়েছে তাদের উপর বলে জানা গিয়েছে।
ঘটনায় তিনজন মারা গিয়েছে। এবং ৭ জন গুরতর আহত। বাংলাদেশের একটি রিপোর্ট অনুযায়ী জানা যায়, এখনও পর্যন্ত দেড় হাজার রোহিঙ্গাকে তুলে নিয়ে গিয়ে মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়াতে বাধ্য করা হয়েছে। জঙ্গি গোষ্ঠির সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় ২০ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।