Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের কারণে বিপর্যস্ত বাংলাদেশ, সবথেকে দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় হয়ে তাণ্ডব চালাবে ৪৫ ঘণ্টা

বাংলাদেশের আবহাওয়া দফত জানিয়েছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড় রেমাল তৈরি হয়েছে। এটির প্রভাব বাংলাদেশের ৪৫ ঘণ্টা থাকতে পারে।

 

ঘূর্ণিঝড় রেমাল-এর কারণে বিপর্যস্ত বাংলাদেশ। মঙ্গলবার পর্যন্ত তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়। প্রাকৃতিক দুর্যোগের কারণে এখনও বাংলাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫ হাজার বাড়ি। ঘূর্ণিঝড়ের কারণে প্রতিবেশী ১৯টি জেলার ৩৭ লক্ষ ৫৮ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেমাল-এর কারণে মঙ্গলবার রাত পর্যন্ত রাজধানীসহ দেশের একাধিক এলাকায় ঝড়ের প্রভাব থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দফতর।

রবিবার রাত আটটার দিকে ঘূর্ণিঝড় মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে স্থলভাগে আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলাসহ উপকূলের বিভিন্ন জেলা বিপর্যস্ত হয়ে যায়। সংশ্লিষ্ট জেলাগুলিতে ৯০ থেকে ১২০ ঝোড়ো হাওয়া বইছে। সোমবার গোটা দেশেই বৃষ্টি হয়েছে।

Latest Videos

বাংলাদেশের আবহাওয়া দফত জানিয়েছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড় রেমাল তৈরি হয়েছে। এটির প্রভাব বাংলাদেশের ৪৫ ঘণ্টা থাকতে পারে। এর আগে ২০০৯ সালে আয়লা ঝড় বাংলাদেশে ৩৪ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছিল। য়ার অর্থ বাংলাদেশে আয়লার থেকেও বেশি সময় ধরে তাণ্ডব চালাবে রেমাল। বাংলাদেশের রাত দেড়টা থেকে ২টোর সময়ই সবথেকে বেশি ছিল ঝ়ড়ের দাপট। সেই সময় ১১১ কিলোমিটার গতিতে ঝড় বয়ে গিয়েছিল পটুয়াখালির খুপেপাড়ায়। ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের উপকূলের অনেক এলাকা প্লাবিত হয়েছে নোনা জলে।

বাংলাশের দেশের সংবাদ মাধ্যম প্রথম আলো- জানিয়েছে ঝড়ের কারণে দেশের প্রায় ২ কোটি ৭০ লক্ষের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। তূবে সোমবার রাতের মধ্য মাত্র ৩ লক্ষ গ্রাহক বিদ্যুৎ সংযোগ ফিরে পেয়েছে। ব্যাহত হয়েছে মোবাইল পরিষেবা। প্রায় ১৪ হাজার মোবাইল টাওয়ারও বন্ধ করে রাখা হয়েছিল।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury