Viral Video: যেন জীবন্ত দৈত্য! স্থলভাগে আছড়ে পড়ার আগে রেমালের রূপ দেখলে ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে যাবে

বাংলাদেশের ৯ টি উপকূলবর্তী অঞ্চলে বেশি ক্ষতি করেছে। কী ভয়ঙ্কর রূপ ছিল এই ঝড়ের তা ধরা পড়েছে ক্যামেরার।

deblina dey | Published : May 28, 2024 3:24 AM IST / Updated: May 28 2024, 09:46 AM IST

ক্ষয়ক্ষতির আশঙ্কা যতটা করা হয়েছিল তার থেকে কয়েকগুন বেশি হয়েছে। ঘূর্ণিঝড় রেমালে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ওপার বাংলায়। রেমাল স্থলভূমিতে আছড়ে পড়ে যে ভয়ঙ্কর তান্ডব চালাবে, তার আশঙ্কা করা হয়েছিল আগে থেকেই। তবে যে ভাবে তার ধ্বংসলীলার ছাপ রেখে গেল এপার ও ওপার বাংলা জুড়ে তা অত্যন্ত ভয়াবহ। এই পরিস্থিতি সামলে উঠতে ঠিক কতদিন সময় লাগবে তা এখনই বলা যাচ্ছেনা।

রবিবার রাতে রেমাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মাঝামাঝি আছড়ে পড়ে তার তাণ্ডব চালায়। ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগ ছিল ঘন্টায়। পশ্চিমবঙ্গের থেকেও বেশি, বাংলাদেশের ৯ টি উপকূলবর্তী অঞ্চলে বেশি ক্ষতি করেছে। কী ভয়ঙ্কর রূপ ছিল এই ঝড়ের তা ধরা পড়েছে ক্যামেরার।

Latest Videos

এই ঘূর্ণিঝড় কতটা ভয়ঙ্কর ছিল তা টের পেয়েছে এপার ও ওপার বাংলার মানুষ। প্রকৃতি কতটা ভয়ঙ্কর রূপে নিতে পারে এক্স হ্যান্ডেলে রেমালারে দৃশ্যই তার প্রমাণ। ঘূর্ণিঝড়ের জেরে বাংলাদেশের প্রচুর এলাকায় বিদ্যুত সংযাগ নেই। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে।

Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar Live: হাওড়ার আমতায় বন্যায় কবলিত মানুষদের পাশে সুকান্ত মজুমদার, দেখুন সরাসরি
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
নার্সদের জুতোর বাড়ি! ঝাঁঝিয়ে উঠলেন কিঞ্জল, তুলকালাম সাগর দত্ত মেডিক্যাল | Sagar Dutta Medical
রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার সাগর দত্ত হাসপাতালে, আহত ২ চিকিৎসক | Sagar Dutta Hospital
BJP LIVE: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী অভিযোগ, দেখুন সরাসরি