কন্ডোমের পর এবার স্যানেটারি ন্যাপকিনে ক্ষোভ মৌলবাদীদের! বইমেলায় বন্ধ করা হল ২টি স্টল

Published : Feb 17, 2025, 09:46 PM IST
Unrest Bangladesh  Attacks on Chakma and other ethnic groups protest in Chittagong bsm

সংক্ষিপ্ত

বইমেলায় স্যানিট্যারি ন্যাপকিন বিলির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে দুটি স্টল। যদিও উদ্যোক্তরা এই অভিযোগ অস্বীকার করেছে 

বাংলাদেশে অরাজকতা অব্যহত। অত্যাচার আর নৈরাজ্য চলছেই। কার্যত দুষ্কৃতীদের দমনে পুরোপুরি ব্যর্থ মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। ইউনুসপন্থীরা একের পর এক উৎসব আর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। বাংলদেশে ঢাকা নাট্য উৎসব বন্ধ, টাঙ্গাইলে ঘুড়ি উৎসব বন্ধ, ফুলের দোকানে ভাঙচুর সহ একাধিক ঘটনা ঘটিয়েছে। ওয়াকিবহাল মহলের ধারনা এই ঘটনার পিছনে রয়েছে মহম্মদ ইউনুসের প্রচ্ছন্ন মদত। এবার অমর ২১-এর বইমেলায় স্যানেটারি ন্যাপকিন বিলি করায় বন্ধ করে দেওয়া হল দুটি স্টল।

আগেই বন্ধ করে দেওযা হয়েছিল লালন উৎসব । এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাশ টানল বসন্ত উৎসবে। উত্তরা, চট্টোগ্রামে বন্ধ করে দেওয়া হয়েছে বসন্ত উৎসব। টাঙ্গাইলে ঘুড়ি উৎসবও ঢাকা নাট্য উৎসব রয়েছে সেই তালিকায়। সেই সঙ্গে বইমেলায় স্যানিট্যারি ন্যাপকিন বিলির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে দুটি স্টল। যদিও উদ্যোক্তরা এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, স্টল দুটির ওই পণ্য বিক্রির অনুমতি ছিল না। তাই বন্ধ করে দেওযা হয়েছে। যদি এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বাংলাদেশকে তালিবার শাসিত আফগানিস্তানের সঙ্গে তুলনা করতে শুরু করেছে। ওষুধের দোকানে কনডম বিক্রি করায় হামলা চালিয়েছে ইউনূসপন্থীরা। বর্তমানে আফগানিস্তানে নারীশিক্ষা প্রায় পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। মহিলাদের ঘরের বাইরে যাওয়ার ওপরেও ফতোয়া জারি করা হয়েছে। বাংলাদেশের পরিণতি তেমন হতে পারে বলে অনেকেই আশঙ্কা করতে শুরু করেছে।

জানা গিয়েছে অমর একুশের বইমেলায় দুটি স্টল থেকে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার বিলি করা হচ্ছে। সেই স্টলদুটিতে গিয়ে হামলা চালায় মৌলবাদীদের একটি দল। স্টলদুটি ঘিরে রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরই বইমেলা কর্তৃপক্ষ বন্ধ করে দেয় স্টলদুটি। স্থানীয় প্রশাসন অবশ্য জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে মেলা কমিটি বলেছে, স্যানিটারি ন্যাপকিন বা ডায়াপার বিষয় নয়, অনুমোদন না থাকায় স্টল বন্ধ করা হয়েছে। যদিও বাংলা অ্যাকাডেমি জানিয়েছে, স্যানিটারি ন্যাপকিন বিলি করার কথা বলেছিল দুটি স্টল। শৌচাগারের পাশে তা বিলি করার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু স্টলদুটি বিলির পরিবর্তে বিক্রি করছে। আর সেই করাণেই স্টল বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে ওষুধের দোকানে কনডোম বিক্রি করা নিয়েও সমস্যা তৈরি করেছিল মৌলবাদীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে