বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল, সেই স্টেডিয়াম থেকে মুছে গেল মুজিবের নাম

Published : Feb 15, 2025, 09:03 PM ISTUpdated : Feb 15, 2025, 09:20 PM IST
Sheikh Mujibur Rahman

সংক্ষিপ্ত

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের যাবতীয় নিদর্শন মুছে ফেলা হচ্ছে। খেলার মাঠও বাদ যাচ্ছে না।

ভারতীয় ক্রিকেটপ্রেমীরা কোনওদিন ১৯৯৮ সালে বাংলাদেশে সিলভার জুবিলি ইন্ডিপেন্ডেন্স কাপে ভারত-পাকিস্তানের তৃতীয় ফাইনালের কথা ভুলতে পারবেন না। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেই ম্যাচ অন্যতম স্মরণীয়। সেই প্রথম কোনও ওডিআই ম্যাচে ভারতীয় দল ৩০০-এর বেশি রান তাড়া করে জয় পেয়েছিল। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৪৮ ওভারে ৫ উইকেটে ৩১৪ রান করে পাকিস্তান। ১ বল বাকি থাকতে ৭ উইকেটে ৩১৬ রান করে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। ওপেন করতে নেমে ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাউন্ডারি মেরে ভারতের জয় নিশ্চিত করেন ঋষিকেশ কানিতকর। ২০০০ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচ ছিল ভারতের বিরুদ্ধে। সিলভার জুবিলি ইন্ডিপেন্ডেন্স কাপ, বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ-সহ আরও অনেক ম্যাচই হয়েছে যে স্টেডিয়ামে, এতদিন তার নাম ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এবার সেই স্টেডিয়ামের নাম বদলে রাখা হল জাতীয় স্টেডিয়াম, ঢাকা। সারা বাংলাদেশ থেকেই বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের যাবতীয় নাম-চিহ্ন মুছে ফেলা হচ্ছে। স্টেডিয়ামগুলিও বাদ থাকছে না।

মুছে ফেলা হচ্ছে ইতিহাস

১৯৫৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় স্টেডিয়াম তৈরি করে। রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের উত্তর-পশ্চিম দিকে ফাঁকা জমিতে এই স্টেডিয়াম তৈরি হয়। শুরুতে নাম ছিল ঢাকা স্টেডিয়াম। এই স্টেডিয়ামেই প্রথমবার দেশের মাটিতে টেস্ট ম্যাচ খেলে পাকিস্তান ও বাংলাদেশ। ১৯৫৪-৫৫ মরসুমে পূর্ব পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় দল। তখন ঢাকা স্টেডিয়ামে টেস্ট ম্যাচ হয়। ১৯৭৬-৭৭ মরসুমে স্বাধীন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এই স্টেডিয়ামেই ইংল্যান্ডের এমসিসি দলের হয়ে প্রথম বেসরকারি টেস্ট ম্যাচ খেলে। ক্রিকেটের পাশাপাশি এই স্টেডিয়ামে অনেক ফুটবল ম্যাচ হয়েছে। মীরপুরে ক্রিকেট স্টেডিয়াম হওয়ার পর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুধু ফুটবল ম্যাচই হয়।

সারা বাংলাদেশেই স্টেডিয়ামের নাম বদল

বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো' এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু স্টেডিয়ামের নাম বদল করেছে। উপজেলা পর্যায়ে ১৫০টি স্টেডিয়ামের নাম বদল হয় ১২ ফেব্রুয়ারি। এগুলি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। স্ব স্ব উপজেলার নামে এগুলির নতুন নামকরণ হয়েছে। এই প্রথম কোনও জাতীয় স্টেডিয়ামের নাম বদল করা হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাংলাদেশে ইউনূসের নিশানায় ভারতীয় মনীষীরা! মুছে দেওয়া হল জগদীশ প্রফুল্লচন্দ্রের নাম

'বাংলাদেশের বিষয়টি আমি মোদীর ওপর ছাড়তে চাই', বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

PREV
click me!

Recommended Stories

আওয়ামি লিগের যোগদান নিষিদ্ধ, বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা
কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়