আসিয়ান সামিট চলাকালীন একাধিক বিস্ফোরণ ব্যাংককে, জখম ৩

  • ব্য়াংককে আয়োজিত হয়েছে আসিয়ান সম্মেলন
  • এরই মাঝে শুক্রবার সকাল থেকে একাধিকবার বোমার শব্দে কেঁপে উঠল ব্যাংকক
  • বোমা হামলার জেরে জখম হয়েছেন অন্তত তিন জন
  • নিরাপত্তার বেষ্টনিতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা
Indrani Mukherjee | Published : Aug 2, 2019 3:57 PM

ব্য়াংককে আয়োজিত হয়েছে আসিয়ান সম্মেলন। আর এরই মাঝে শুক্রবার সকাল থেকে একাধিকবার বোমার শব্দে কেঁপে উঠল ব্যাংকক। আর এই বোমা হামলার জেরে জখম হয়েছেন অন্তত তিন জন। 

প্রসঙ্গত এই আসিয়ান-এর সম্মেলনে যোগ দিয়েছিলেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও। সংবাদ সংস্থা সূত্রে খবর, সকাল থেকে তিনটি আলাদা আলাদা এলাকায় মোট ৬টি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে, চ্যাং ওটানার কাছে একটি সরকারি দফতরের কাছে। 

Latest Videos

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়্যুৎ চান-ও-চা এই ঘটনার জেরে নির্দেশ দিয়েছেন অবিলম্বে এই বোমা বিস্ফোরণের তদন্ত করতে হবে। সরকারের মুখপাত্র নারুমন পিনওসিনওয়াত-এর কথায় এই ঘটনার পরই সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে বলে খবর। স্থানীয় মানুষ জনকে আতঙ্কিত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সরকারকে শান্তিপূর্ণভাবে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পথে বাধা দিতেই এই কাজ করা হয়েছে।

কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা হবে কেবল পাকিস্তানের সঙ্গেই, পম্পেও-কে জানালেন জয়শংকর

কাশ্মীর ইস্যু নিয়ে ফের মুখ খুললেন ট্রাম্প, এবার কী বার্তা দিলেন তিনি

এই বিষয়ে ডেপুটি প্রধানমন্ত্রী প্রাওইত ওয়াংসুওন জানিয়েছেন, ঠিক কতজন এই ঘটনার সঙ্গে যুক্ত তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। জানা গিয়েছে, মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওর বক্তৃতা শুরু হওয়ার আগে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News