লন্ডন-সহ ইংল্যান্ডের বিভিন্ন শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নতুন নয়। বিভিন্ন মহল থেকে বারবার এই অভিযোগ উঠছে। এবার গুরুতর অভিযোগ করলেন কেভিন পিটারসেন।
ট্রেনের মধ্যে ছুরি হাতে এক যাত্রীকে আক্রমণ করেছ এক ব্যক্তি। সে ওই ব্যক্তিকে ট্রেনের মেঝেতে ফেলে দিয়ে তার কাছ থেকে জিনিসপত্র লুঠ করে নিচ্ছে। না, কোনও তথাকথিত তৃতীয় বিশ্বের দেশের ঘটনা নয়। একদা যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না, সেই ইংল্যান্ডের রাজধানী লন্ডনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভিক্টোরিয়া স্টেশনমুখী ট্রেনে শর্টল্যান্ডস ও বেকেনহ্যামের মাঝে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। আহত যাত্রী এখন হাসপাতালে ভর্তি। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আক্রমণকারীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সাহায্য চাওয়া হচ্ছে।
সাদিক খানকে তোপ কেভিন পিটারসেনের
এই ঘটনার পরিপ্রেক্ষিতে লন্ডনের মেয়র সাদিক খানকে তীব্র আক্রমণ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘লন্ডনে কী হচ্ছে? একসময় সবচেয়ে আকর্ষণীয় শহর ছিল লন্ডন। এখন লন্ডনের অবস্থা শোচনীয়। কেউ দামী বা কম দামের ঘড়ি পরতে পারবেন না। হাতে ফোন নিয়ে কেউ ঘুরে বেড়াতে পারবেন না। মহিলাদের কাছ থেকে ব্যাগ ও গয়না ছিনিয়ে নেওয়া হবে। গাড়ির কাচ ভেঙে জিনিসপত্র ছিনতাই করে নেওয়া হবে। এই ভিডিওতে সেটাই দেখা যাচ্ছে। সাদিক খান যে পরিস্থিতি তৈরি করেছে, তার জন্য নিশ্চয়ই গর্ববোধ করছে।’
লন্ডনের পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ পিটারসেন
সাদিক দাবি করেছেন, তিনি লন্ডনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য ব্যবস্থা নিয়েছেন। এই দাবি নিয়ে তাঁকে ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়া পোস্টে পিটারসেন লিখেছেন, ‘এই লোকটা কয়েক বছর ধরে দায়িত্বে আছে। ওর আমলে লন্ডনে বিভিন্ন আজেবাজে কাজকর্ম চলছে। সাদিক খান অন্য সবাইকে দোষারোপ করে চলেছে। আমরা সবাই জানি, মহান নেতারা এটা করেন না।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
London: লন্ডনে সাইকেল চালানোর সময় ট্রাকের ধাক্কায় মৃত ভারতীয় পড়ুয়া
ব্রিটেনে ব্যান হতে চলেছেন মুসলিম ধর্মগুরুরা! ঋষি সুনক সরকারের বিরাট বড় সিদ্ধান্ত