London: লন্ডনে সাইকেল চালানোর সময় ট্রাকের ধাক্কায় মৃত ভারতীয় পড়ুয়া

Published : Mar 25, 2024, 04:41 PM ISTUpdated : Mar 25, 2024, 05:35 PM IST
Cheistha Kochar

সংক্ষিপ্ত

পড়াশোনা বা কর্ম উপলক্ষে বিদেশে গিয়ে বেশ কয়েকজন ভারতীয়র অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এবার লন্ডনেও একই ঘটনা দেখা গেল। পথ দুর্ঘটনায় ভারতীয় পড়ুয়ার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া।

লন্ডনে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক ভারতীয় পড়ুয়া। মৃতার নাম চেষ্টা কোচর। তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর। লন্ডন স্কুল অফ ইকনমিক্সে পিএইচডি করছিলেন চেষ্টা। তিনি এর আগে নীতি আয়োগেও কাজ করেছেন। মধ্য লন্ডনে পথ দুর্ঘটনার ফলে এই যুবতীর মৃত্যু হল। সোশ্যাল মিডিয়া পোস্টে চেষ্টার মৃত্যুর খবর জানিয়েছেন নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত। তিনি চেষ্টার সঙ্গে তোলা একাধিক ছবি শেয়ার করে লিখেছেন, ‘নীতি আয়োগে লাইফ প্রোগ্রামে আমার সঙ্গে কাজ করেছিলেন চেষ্টা কোচর। তিনি নাজ ইউনিটে ছিলেন। লন্ডন স্কুল অফ ইকনমিক্সে আচরণগত বিজ্ঞানে পিএইচডি করছিলেন চেষ্টা। তিনি লন্ডনে সাইক্লিংয়ের সময় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। তিনি উজ্জ্বল, মেধাবী, সাহসী ছিলেন। প্রাণশক্তিতে ভরপুর ছিলেন চেষ্টা। অনেক তাড়াতাড়ি তিনি চলে গেলেন।’

শোকবিধ্বস্ত চেষ্টার পরিবার

চেষ্টার বাবা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড. এস পি কোচর। তিনি সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল। চেষ্টার মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে চেষ্টার বাবা জানিয়েছেন, ‘আমি এখনও লন্ডনে আছি। আমার মেয়ে চেষ্টা কোচরের দেহাবশেষ সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

 

 

সোশ্যাল মিডিয়ায় চেষ্টার স্মৃতিচারণা

সোশ্যাল মিডিয়া পোস্টে চেষ্টার বাবা আরও লিখেছেন, ‘১৯ মার্চ সাইকেলে লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে ফেরার সময় ওকে ধাক্কা মারে একটি ট্রাক। ও লন্ডন স্কুল অফ ইকনমিক্সে পিএইচডি করছিল। এই ঘটনা আমাদের এবং ওর বন্ধুদের বিধ্বস্ত করে দিয়েছে। আপনাদের কারও যদি ওর সঙ্গে কোনও স্মৃতি থাকে এবং সেই স্মৃতি সবার সঙ্গে ভাগ করে নিতে চান, তাহলে করতে পারেন। আপনারা কোনও লেখা, ছবি, ভিডিও বা গল্প আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। আপনারা চাইলে অন্য কোথাও স্মৃতিচারণ করতে পারেন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Lahiru Thirimanne: ঋষভ পন্থের মতোই গাড়ি দুর্ঘটনা, হাসপাতালে লাহিড়ু থিরিমানে

Robin Minz: গুজরাট টাইটানসের তরুণ তারকা রবিন মিনজের বাইক দুর্ঘটনা, রাখা হয়েছে পর্যবেক্ষণে

Delhi Metro: দিল্লি মেট্রোতে ভয়ঙ্কর দুর্ঘটনা, রেকের দরজায় মহিলার শাড়ি জড়িয়ে মর্মান্তিক মৃত্যু

PREV
click me!

Recommended Stories

দিল্লি বিস্ফোরণে প্রশ্নের মুখে পর্যটকদের নিরাপত্তা! ব্রিটিশ নাগরিকদের ভারত ভ্রমণে জারি একগুচ্ছ নির্দেশিকা
লন্ডনগামী ট্রেনে হঠাৎ ছুরি নিয়ে হামলা আততায়ীর! ১০ জনকে ছুরিকাঘাত; গ্রেফতার ২