শ্বশুর তাকিয়ে উপরে, ঝাঁপ দিয়েছেন হবু জামাই, ভাইরাল হল বিয়ের ভিডিও

Published : Nov 28, 2019, 12:40 AM ISTUpdated : Dec 03, 2019, 05:29 PM IST
শ্বশুর তাকিয়ে উপরে, ঝাঁপ দিয়েছেন হবু জামাই, ভাইরাল হল বিয়ের ভিডিও

সংক্ষিপ্ত

শ্বশুর বাড়ির লোক বরের অপেক্ষায় তাকিয়ে আছেন আকাশে কারণ বর ঝাঁপ দিয়েছেন বিমান থেকে প্যারাস্যুটে করে এসে নামবেন বিয়ে বাড়িতে এই অভিনব বিয়ের ভিডিও এখন ভাইরাল  

অনেক আগে হবু বর-রা বিয়ে করতে যেতেন পালককি-তে চেপে। তারপর ফুল দিয়ে সাজানো গাড়ি কিংবা ঘোড়ায় চেপে বরদের বিয়ে করতে যেতে দেখা যায়। কিন্তু স্কাইডাইভ দিয়ে প্যারাস্যুটে করে বর নামছেন বিয়ে করতে, আর হবু জামাইয়ের অপেক্ষায় বিয়েবাড়ির সকলে আকাশের দিকে তাকিয়ে আছেন, এমনটা এর আগে দেখা যায়নি।

কী করা যাবে, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। সবকিছুতেই একটু 'হাটকে' না হলে কি আর চলে? তার উপর আবার বরের নাম আকাশ যাদব। তাই পাত্রী গগনপ্রীত সিং-কে বিয়ে করতে বর গ্র্যান্ড এন্ট্রি নিলেন আকাশ থেকেই। এটা অবশ্য ভারতের ঘটনা নয়, মেক্সিকোর লস কাবোস শহরে এই আশ্চর্য বিয়ে হয়েছে।  

বর আসার আগে তাঅবশ্য বিয়েবাড়ির জনা ৫০০ লোক খানিক চিন্তিতই ছিলেন। কারণ আবহাওয়া বিভাগ থেকে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু কারোর কথা না শুনেই আকাশ স্কাইডাইভ দিতে বিমানে উঠে পড়েছিলেন। অবশ্য প্রথম থেকেই বিয়ের এমন পরিকল্পনা ছিল না তাঁর। চেয়েছিলেন সকলের সঙ্গে নৌকায় করে বিয়ে করতে আসতে। জলপথে আসার প্রশাসনিক অনুমতি না মেলার পরই তাঁর আকাশপথে আসার ভাবনা মাথায় চাপে।  

এর আগেও স্কাইডাইভ করেছিলেন আকাশ। তিনি জানিয়েছেন প্রথমবারও গগনপ্রীত খুব টেনশনে ছিলেন। এইবারও আকাশের পরিকল্পনায় বেশ ঘাবড়ে ছিলেন। তবে শে, পর্যন্ত শান্তিতেই মিটেছে বিয়ে পর্ব। আর আকাশের এই পাগলামির দৌলতে এই বিয়ের ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।

 

PREV
click me!

Recommended Stories

আবারও বড় সংখ্যায় কর্মী ছাঁটাইয়ে পথে Amazon, কাজ হারাতে পারেন কয়েক হাজার কর্মী
LIVE NEWS UPDATE: Messi in Kolkata - মেসির কলকাতা সফরের প্রদর্শনী ম্যাচ খেলিয়ে বিপত্তি! রেফারি এবং ম্যাচ কমিশনারদের শাস্তি