কাশ্মীরকে প্যালেস্টাইনের সঙ্গে তুলনা রাশিয়ান তথ্যচিত্রে, প্রতিবেদন খারিজ করল রাশিয়ান দূতাবাস

কাশ্মীর নিয়ে বিতর্কে জল ঢেলেছে রাশিয়ার সরকার। কাশ্মীর ইস্যুতে সরকারি অবস্থান স্পষ্ট করা হয়েছে। রাশিয়ান দূতাবাশের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, কাশ্মীর ইস্যু রাশিয়ার বিষয় নয়। 

কাশ্মীর (Kashmir) নিয়ে রাশিয়ার মিডিয়া (Russian Media) একটি তথ্য চিত্র তৈরি করেছে। সেই তথ্যচিত্রে বলা হয়েছে আগামী দিনে কাশ্মীর আরও একটি 'প্যালেস্তাইন' তৈরি হতে চলেছে। কাশ্মীরের বর্তমান পরিস্থির সঙ্গে প্যালেস্টাইনের পরিস্থির তুলনা করা হয়েছে। নতুন এই তথ্যচিত্র নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তবে রাশিয়ান সরকার (Russian Govt) মিডিয়ার প্রতিবেদনকে বাতিল করেছে। পাশাপাশি জানিয়েছে, কাশ্মীর ইস্যুটি ভারতে ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়ে। 

রেডফিস  ডিজিটাল মিডিয়া (Redfish Digital Media) আউটলেট কাশ্মীর উপর একটি তথ্যচিত্র তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় সেই তথ্যচিত্রের একটি ট্রেলারও পোস্ট করেছে। তারপর থেকেই এই তথ্যচিত্রটি আলোচনাক কেন্দ্রবিন্দুতে পরিণত গয়েছে। টুইটারে রেশফিশ মিডিয়াকে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া হিসেবে ব্যাক্ত করা হয়েছে। 

Latest Videos

কিন্তু কাশ্মীর নিয়ে বিতর্কে জল ঢেলেছে রাশিয়ার সরকার। কাশ্মীর ইস্যুতে সরকারি অবস্থান স্পষ্ট করা হয়েছে। রাশিয়ান দূতাবাশের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, কাশ্মীর ইস্যু রাশিয়ার বিষয় নয়। এটি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমম্পর্ক। কাশ্মীর নিয়ে রাশিয়ার নীতিগত অবস্থান আগেও যা ছিল এখনও তাই রয়েছে। অর্থাৎ রাশিয়া কাশ্মীর ইস্যুতে কোনও হস্তক্ষেপ করার পক্ষপাতী নয়।

রাশিয়ান সরকার আরও জানিয়েছে, কাশ্মীর ইস্যুটি শুধুমাত্র ভারত ও পাকিস্তানের মধ্যেই আলোচনা হয়ে সমাধান হওয়া উচিৎ। ১৯৭২ সালে সিলমা চুক্তি ও ১৯৯২ সালে সিমলা চুক্তির ভিত্তিতে এই প্রসঙ্গটি সমাধান হওয়া জরুরি বলেও জানান হয়েছে। 

রাশিয়ান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে টুইটারে চ্যালেনটিকে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলে যে তকমা দেওয়া রয়েছে তাও যথেষ্ট বিভ্রান্তিকর। চ্যালেনটির নিজস্ব সম্পাদকীয় নীতি রয়েছে। সেটি সেইভাবেই কাজ করে। এটির সঙ্গে রাশিয়ান সরকারের কোনও যোগাযোগ নেই। চ্যালেনতে আঞ্চলিক ও অন্যান্য সমস্যা বা স্পর্শকাতর বিষয় নিয়ে আরও বোঝাপড়ার প্রয়োজন রয়েছে বলেও জানান হয়েছে। তবে রেডফিশ নিয়েছে বহু পুরষ্কার বিজয়ী ডিজিটাল মিডিয়া বলেও দাবি করেছে। রাশিয়ান দূতাবাসের এই বিবৃতির পরে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেছে রেডফিশ। 

ভারত কখনই কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক স্তরে পৌঁছাতে দিতে চায় না। কিন্তু সম্পূর্ণ উল্টোপথে হাঁটে পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে সর্বদা আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়ে ভারতকে অপদস্থ করতে চায়। যদিও এখনও পর্যন্ত একবারও পাকিস্তানের এই চাল কার্যকর হয়নি। বরাবরই ভারতে ভারত সফল হয়েছে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে আটকে দিতে।

অখিলেশের পাশে মমতা বন্দ্যোপাধ্য়ায়, ২ দিনের সফরে সোমবার সন্ধ্যায় উত্তর প্রদেশ পৌঁছাবেন তৃণমূল নেত্রী

সার্বজনীন টিকা প্রকল্পে জোর, স্বাস্থ্যমন্ত্রী শুরু করলেন ইন্দ্রধনুষ ৪.০ প্রকল্প 

'জেড ক্যাটাগরির নিরাপত্তা নিন', লোকসভায় দাঁড়িয়ে ওয়াইসির কাছে আর্জি অমিত শাহর

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM