Viral Video: পার্কে পড়ে গিয়ে অচৈতন্য সারমেয়, নতুন জীবন দান নেটপাড়ার 'হিরো'-র

Published : Feb 03, 2022, 09:41 PM ISTUpdated : Feb 03, 2022, 09:57 PM IST
Viral Video: পার্কে পড়ে গিয়ে অচৈতন্য সারমেয়, নতুন জীবন দান নেটপাড়ার 'হিরো'-র

সংক্ষিপ্ত

পার্কে পড়ে গিয়েছিল একটি সারমেয়। আর পড়ে যাওয়ার পর গুরুতর আঘাত পেয়েছিল সে। আর তার জীবন বাঁচান এক অপরিচিত ব্যক্তি। সারমেয়র প্রাণ বাঁচিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন তিনি।

অনেকের কাছেই সারমেয় নিজের প্রাণের থেকেও প্রিয়। সারমেয়র কিছু হলে মেনেই নিতে পারেন না অনেকেই। খুব কম সংখ্যক মানুষ রয়েছে যাঁরা সারমেয় তেমন একটা পছন্দ করেন না। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখার পর কেঁদে ভাসিয়েছেন পশু প্রেমীরা। তবে ভিডিও শেষ হওয়ার পর খুশিতে ফেটে পড়েছিলেন তাঁরা।  

পার্কে (Park) পড়ে গিয়েছিল একটি সারমেয়। আর পড়ে যাওয়ার পর গুরুতর আঘাত পেয়েছিল সে। আর তার জীবন বাঁচান এক অপরিচিত ব্যক্তি। সারমেয়র প্রাণ (Save the Dog) বাঁচিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন তিনি। ঘটনাটি লস অ্যাঞ্জেলস, ক্যালিফর্নিয়ায় (California)। যে মানুষটি ওই আহত কুকুরে প্রাণ বাঁচিয়েছেন, তাঁর নাম জয়। নিঃশ্বাস নিতে না পেরে পার্কেই অবচেতন অবস্থায় পড়েছিল কুকুরটি। তার পর দীর্ঘক্ষণ ধরে তার বুকে পাম্প করে সিপিআর করেন ওই ব্যক্তি। তারপরই নতুন জীবন ফিরে পায় কুকুরটি। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। আর এই ভিডিও নেটিজেনদের (Netizen) মন ছুঁয়ে গিয়েছে। 

 

আরও পড়ুন- স্কুলে চুরি হয়েছে পেনসিল, অভিযোগ জানাতে সোজা থানায় ছুটল খুদে

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জয় নামের ওই ব্যক্তি। জয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম বেস্ট ফেচ ডগ। পরবর্তীতে এই ভিডিওটিই টুইটারে (Twitter) শেয়ার করা হয় গুডেবল নামের একটি পেজ থেকে। আর সেখান থেকেই তা ভাইরাল হয়ে যায়। জানা গিয়েছে, যে কুকুরটি আহত হয়েছিল, তার নাম স্টোন, একটি বক্সার (boxer) প্রজাতির কুকুর এবং তার বয়স ৯ বছর।

আরও পড়ুন- বলিউডের গানে লিপ-সিঙ্ক করে নেট দুনিয়ায় ভাইরাল তানজিনিয়ার ভাই-বোন

পার্কের পাশেই একটি রাস্তায় অবচেতন অবস্থায় পড়েছিল কুকুরটি। তাকে দেখা মাত্রই জয় তার শুশ্রুষা করতে শুরু দেন। কয়েক মিনিটের মধ্যে সুস্থও হয়ে যায় কুকুরটি। আর তারপর সেই স্টোন নিঃশ্বাস নিতে শুরু করে। ভিডিওতে জয়কে বলতে শোনা গিয়েছে, “স্টোন তুমি সুস্থ হয়ে গিয়েছ। তুমি লড়াই করতে পেরেছ।”

আরও পড়ুন- ছবি তুলতে গিয়ে বরের কোলেই পড়ে গেলেন তাঁর বন্ধু, মুচকি হাসি কনের

টুইটারে যে গুডেবল নামক পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি তার ক্যাপশনে লেখা হয়েছে, “এই লোকটি যখন হাঁটতে বেরিয়েছিলেন, তখন তিনি লক্ষ্য করেন যে ফুটপাতে একটি কুকুর অবচেতন হয়ে পড়ে আছে। তিনি দৌড়ে গিয়ে সিপিআর করেন এবং কুকুরটির জীবন রক্ষা করেন।” ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লেথা হিউম্যানিটি। আর এই ভিডিও মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। ভিডিও শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায়। ওই ব্যক্তিকে 'হিরো' বলে সম্বোধন করেছেন নেটিজেনদের একাংশ। 

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: ২০২৬ সালে মধ্যবিত্তের উপর আরও বাড়তে পারে চাপ! সোনার দাম আরও ৩০% বাড়বে বলে চাঞ্চল্যকর পূর্বাভাস
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে