করোনার কোপে বিগত কয়েকমাস ধরে যখন চিন সহ গোটা বিশ্ব। সর্বাধিক প্রাণহানি ঘটেছে চিনে। সেই ধাক্কা এখনও সামলানো সম্ভব হয়নি। মুহূর্তে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত করোনার কোপে প্রাণ হারিয়েছেন দশ হাজার জনের বেশি। এই মহামারীর মাঝেই এবার চিনে থাবা বসাল ভূমিকম্প। শুক্রবার কেঁপে উঠল তিব্বত সহ নেপাল।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কের মাঝেই আশার আলো, মারণ রোগ প্রতিরোধ করতে নতুন দিশা দিচ্ছে সুপার কম্পিউটার
আরও পড়ুনঃ করোনায় প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছেন ১ জন, ৫০ জনের শরীরে সংক্রমণ ছড়াচ্ছে এক ঘণ্টায়
স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে নটা নাগাত তিব্বতের জিগ্যাজ শহরে কম্পন অনুভূত হয়। কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৯। তবে এই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভূমিকম্প কেবল তিব্বতেই নয়, শুক্রবার ভূমিকম্প অনুভুত হয় নেপালেও। কাঠমান্ডু ও তার সংলগ্ন এলাকাতে কম্পন হয়।
নেপালে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই কম্পন অনুভূত হয় নেপালে। সেখানে রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ২। ভুমিকম্পের পর সেই স্থানে মোতায়ন করা হয় কর্মী। নিয়োগ করা হয় ফায়ার সার্ভিসের কর্মীদেরও। তবে সেভাবে কোনও ক্ষয় ক্ষতির খবর মেলেনি এখনও। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে। নেপালে এই ভূমিকম্পের মাত্রা ছিল বেশ তিক্ষ্ণ।