বছর ২৭-র নাতাশা হাবুডুবু খাচ্ছেন টেসলার কর্ণধার এলন মাস্কের প্রেমে

৫০ বছরের টেসলার মালিক এলন মাক্সের সঙ্গে সিডনিতে জন্মগ্রহণ করা অভিনেত্রী নাতাশা ব্যাসেটকে দেখা গেছে স্পেসএক্স বসের ব্যক্তিগত জেট বিমান গুল্ফস্ট্রিমে। লস অ্যাঞ্জেলে একসঙ্গে দেখা যায় তাঁদের। তাঁরা প্রেম করছেন বলেই অনুমান। যদিও এখনও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন নি কেউই। 
 

টেসলা মোটরসের (Tesla Motors) কর্ণধার এলন মাক্স (Elon Musk) নাকি প্রেমে পড়েছেন...অস্ট্রেলিয়ান অভিনেত্রীর (Australian actress) প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন এই বিজনেস টাইকুন। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান অভিনেত্রী (Austrelian Actress) নাতাশা ব্যাসেট (Natasha Bassett) সম্প্রতি বাজ লুরমানসের মুভিতে অভিনয় করেছেন। ৫০ বছরের টেসলার মালিক এলন মাক্সের সঙ্গে সিডনিতে জন্মগ্রহণ করা অভিনেত্রী নাতাশা ব্যাসেটকে দেখা গেছে স্পেসএক্স বসের ব্যক্তিগত জেট বিমান  (Private Jet) গুল্ফস্ট্রিমে।  লস অ্যাঞ্জেলে একসঙ্গে দেখা যায় তাঁদের। ২০২১ সালে বিশ্বের প্রথম ধনী ব্যক্তির তালিকায় উঠে এসেছিল এলন মাস্কের নাম (Elon Musk)। বছর ৫০-এর মাক্সের প্রেমে মজেছেন ২৭ বছরের তরুণী নাতাশা (Natasha Bassett)। সিডনিতে নাতাশার ছোটবেলা কাটলেও, ২০১৯ সালে নিউইয়র্কে পাড়ি দেন তিনি। সেখানের ড্রামা স্কুলে ভর্তি হন তিনি। 

বেশ কিছুদিন ধরেই এলন মাস্কের (Elon Musk) সঙ্গে নাতাশার (Natasha Bassett) মেলামেশা উঠে এসেছিল পেজ থ্রি-র চর্চার খাতায়। প্রাথমিকভাবে বন্ধুত্বের সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু গত রবিবার এক সুত্র মারফত জানা যায়, মাস্কের সঙ্গে গ্রিমাসের সঙ্গে বিচ্ছেদের পরই নাতাশার সঙ্গে তাঁর নতুন সম্পর্কের সুত্রপাত। এলন মাস্কের প্রথম স্ত্রী লেখক জাস্টিন মাস্কের পাঁচটি সন্তান রয়েছে। এরপর ব্রিটিশ অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এরপর কানাডিয়ান গায়িকা গ্রিমাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাস্ক। গ্রিমাস আর মাস্কের তিন বছরের বিবাহিত জীবনে এক বছরের পুত্র সন্তান রয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গ্রিমাসের সঙ্গে সম্পর্কের বাঁধন ছিঁড়ে যায় এলন মাস্কের। তারপরই অস্ট্রেলিয়ান অভিনেত্রী নাতাশা ব্যাসেটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান টেসলার কর্ণধার। 

Latest Videos

আরও পড়ুন-বড়সড় ক্ষতির মুখে আমেরিকার গাড়ি নির্মান সংস্থা টেসলা, সংস্থার শেয়ার দরে ১০ হাজার কোটি ডলারের আকস্মিক পতন

আরও পড়ুন-Elon Musk: 'পৃথিবীর সিংহাসনে বসে মঙ্গলের স্বপ্ন', 'টাইম'এর বিচারে বছরের সেরা ব্যক্তি এলন মাস্ক

আরও পড়ুন-Tesla Factory-টেসলার ওপর আমদানি শুক্ল কমানোর অনুরোধ, ভারতেই তৈরি হবে এই গাড়ি তৈরির কারখানা

তবে সোশ্যাল সাইট ইন্সটাগ্রামের একটি পোস্ট থেকে জানা গিয়েছিল সেপ্টেম্বরে এলন মাস্ক ও গ্রিমাসের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পরও অক্টোবর মাসে নিজের ইন্সটা হ্যান্ডেলের একটি পোস্টে তিনি জানান, এখনও মাস্কের সঙ্গেই এক ছাদের নীচে থাকছেন। অন্যদিকে এলন মাস্কের বর্তমান প্রেমিকা নাতাশা ব্যাসেটকে একটি বায়োগ্রাফিক্যাল মুভিতে দেখা যাবে লেজেন্ডারি গায়ক ইভিলস প্রিসলের প্রেমিকা ডিক্সি লোকে-র চরিত্রে। বেশ কয়েক মাস ধরেই একসঙ্গে দেখা যাচ্ছে এলন-নাতাশা জুটিকে। তবে এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন নি কেউই। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury