জার্মানিতেও বাড়ছে উগ্রদক্ষিণপন্থার দাপট, মসজিদে হামলার ছক কষে গ্রেফতার ১২ জন

Published : Feb 19, 2020, 06:52 AM IST
জার্মানিতেও বাড়ছে উগ্রদক্ষিণপন্থার দাপট, মসজিদে হামলার ছক কষে গ্রেফতার ১২ জন

সংক্ষিপ্ত

উগ্রদক্ষিণপন্থার দাপট বাড়ছে জার্মানিতে মূলত পূর্ব জার্মানিতেই  সক্রিয় হয়েছে এই গোষ্ঠীগুলি ভারতীয়-সহ জার্মানিতে থাকা বিদেশিদের প্রতি এদের রাগ গত সপ্তাহে একটি মসজিদে হামলার ছক কষে গ্রেফতার হয় ১২ জন

এবার জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা গ্রেফতার ১২ জন। জানা গিয়েছে, জার্মানিতে একটি মসজিদে হামলার পরিকল্পনা করেছিল উগ্র দক্ষিণপন্থী গোষ্ঠীর কিছু সদস্য়  খবর পায় পুলিশ সম্প্রতি সেখানে হার্তে কার্ন নামে একটি গোষ্ঠীর ১২ জন সদস্য়কে গ্রেফতার করা হয়  ওই গোষ্ঠীর অন্য়তম এক সদস্য় এখনও পলাতক বলে জানিয়েছে পুলিশ

জানা গিয়েছে, ওই গোষ্ঠীর সদস্য়রা শুধু মসজিদেই নয় মসজিদ ছাড়াও কিছু রাজনীতিক ও সেদেশে ভিসা পেতে চাওয়া কয়েকজন ওপরও হামলার পরিকল্পনা করেছিল তারা এই ঘটনায় শুক্রবার হার্তে কার্ন গোষ্ঠীর সদস্য়দের গ্রেফতার করা হয়েছে

দাবি করা হচ্ছে, জার্মানিতে বেশ কিছুদিন ধরে উগ্র দক্ষিণপন্থী গোষ্ঠীগুলির কার্যকলাপ বেড়েছে অনেকেই বলছেন, হিটলারের আদর্শে নাকি অনুপ্রাণিত এই গোষ্ঠীগুলি এদের বলা হচ্ছে নয়া নাৎসী

প্রসঙ্গত, পূর্ব জার্মানিতে আগে ক্ষমতায় ছিল কমিউনিস্টরা ১৯৮৯ সালে বার্লিন দেওয়াল ভেঙে দেওয়া হয় পূর্ব ও পশ্চিম জার্মানি এক হয়ে যায় সম্প্রতি যে উগ্র দক্ষিণপন্থার দাপট বেড়েছে জার্মানিতে, তা মূলত ওই পূর্ব জার্মানিতেই জানা গিয়েছে, গত সপ্তাহে পূর্ব জার্মানির একটি শহরে ইহুদিদের এক উপাসনায়লয়ে হামলা চালানোর চেষ্টা করে ওই গোষ্ঠীর সদস্য়রা সেইসঙ্গে এক রাজনীতিককেও হত্য়া করে এরা  তারপরই পুলিশ এদের বিরুদ্ধে অভিযান চালানো শুরু করেছে সক্রিয় হতেই পুলিশ জানতে পারে ওই গোষ্ঠীর সদস্য়রা এবার মসজিদে হামলা চালানোর তোড়জোড় শুরু করেছে তারপরই গ্রেফতার করা হয়েছে ওই গোষ্ঠীর  ১২ জন সদস্য়কে

গত বছরের অক্টোবর মাসে  হার্তে কার্নে গোষ্ঠীটি তৈরি হয় ওই গোষ্ঠীর সঙ্গে সোলজার নামক আরেক গোষ্ঠীর সম্পর্ক রয়েছে বলে জানা যায় বছর পাঁচেক আগে ওই সোলজার গোষ্ঠীটি তৈরি হয় এদিকে, জার্মানিতে একের-পর-এক উগ্র দক্ষিণপন্থী গোষ্ঠীর সক্রিয়তা বাড়ায় চিন্তিত প্রশাসন চিন্তিত সেখানে থাকা ভারতীয়-সহ বিদেশিরাও

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: 'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার