অনলাইন লেনদেন-এর ক্ষেত্রে এবার ফেসবুকের নয়া সংযোজন ভার্চুয়াল মুদ্রা

  • ফেসবুক এবার নামতে চলেছে অনলাইন বাণিজ্যে
  • ফেসবুক এবার বাজারে নিয়ে আসতে চলেছে ভার্চুয়াল মুদ্রা
  • এই ভার্চুয়াল মুদ্রার নাম লিব্রা
  • ভিসা, মাস্টার কার্ড-সহ বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত হতে এর সঙ্গে
Indrani Mukherjee | Published : Jun 20, 2019 5:44 AM IST / Updated: Jun 20 2019, 11:15 AM IST

ফেসবুক এবার নামতে চলেছে অনলাইন বাণিজ্য লেনদেনে। আর সেই কারণের ফেসবুক এবার বাজারে নিয়ে আসতে চলেছে ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি। নয়া এই মুদ্রা অনেকটা 'বিটকয়েন'-এর মতোই। প্রসঙ্গত এই ক্রিপ্টোকারেন্সি এমনই এক মুদ্রা যা কোনও বিল বা পয়সার আকারে বিরাজ করে না। বরং ক্রেতা-এবং বিক্রেতাদের মধ্যে এই মুদ্রার লেনদেন করা হয় ভার্চুয়ালি। ফেসবুক নয়া যে ক্রিপ্টোকারেন্সসি বাজারে নিয়ে এসেছে তার নাম 'লিব্রা'।  

জানা গিয়েছে যে, ভার্চুয়াল মুদ্রা চালু করতে ফেসবুক ভিসা, মাস্টার কার্ড-সহ বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত হতে চলেছে। ইতিমধ্যেই 'ক্যালিব্রা' নামক একটি ডিজিটাল ওয়ালেট পরিষেবা শুরু করতে চলেছে। যা অনেকটা ফোন পে, পেটিএম বা গুগল পে-র মতোই। এই ওয়ালেটের মাধ্যমেই এই ভার্চুয়াল মুদ্রা আদান-প্রদান, খরচ ও জমানো যাবে। ফেসবুকের দুটি মেসেজিং অ্যাপ অর্থাৎ হোয়াটস অ্যাপ এবং মেসেঞ্জারের সঙ্গে যুক্ত থাকবে এই ডিজিটাল ওয়ালেট। 

Latest Videos

টেক দুনিয়ায় নতুন কী কী এল, জেনে নিন এক ঝলকে

তবে এই পরিষেবা কতখানি সুরক্ষিত তা নিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞদের কপালে ভাঁজ পড়েছে। কারণ তাঁদের মতামত, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যাবলী এবং নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকে আবার ফেসবুকের এই ভার্চুয়াল মুদ্রা পরিষেবার জেরে লোকসান হতে পারে-এমন আশঙ্কাও প্রকাশ করছেন। কারণ করের ক্ষেত্রে ভার্চুয়াল মুদ্রায় সরকারি নজরদারি কীভাবে করা হবে সেই বিষয়েও উঠছে প্রশ্ন। 

Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari