টেক দুনিয়ায় নতুন কী কী এল, জেনে নিন এক ঝলকে
- দিনে দিনে প্রযুক্তি আরও উন্নত হয়ে চলেছে
- জেনে নেওয়া যাক সম্প্রতি টেক দুনিয়ায় নতুন কী কী ঘটল
- বিভিন্ন সরকার ও আর্থিক কোম্পানির পৃষ্ঠপোষকতায় ফেসবুক ক্রিপ্টোকারেন্সি শুরু করতে চলেছে
- ফেসবুক লিব্রা নামক একটি কনসোরটিয়াম শুরু করতে চলেছে,যাতে ভিসা মাস্টার কার্ড-সহ বিভিন্ন কোম্পানি যুক্ত হতে চলেছে
দিনে দিনে প্রযুক্তি আরও উন্নত হয়ে চলেছে। জেনে নেওয়া যাক সম্প্রতি টেক দুনিয়ায় নতুন কী কী ঘটল। বিভিন্ন সরকার ও আর্থিক কোম্পানির পৃষ্ঠপোষকতায় ফেসবুক ক্রিপ্টোকারেন্সি শুরু করতে চলেছে। ফেসবুক লিব্রা নামক একটি কনসোরটিয়াম শুরু করতে চলেছে,যাতে ভিসা মাস্টার কার্ড-সহ বিভিন্ন কোম্পানি যুক্ত হতে চলেছে।
স্য়ামসাং গ্যালাক্সি এম ৪০ ভারতে প্রথম বার বিক্রি হতে চলেছে। এটি গ্যালাক্রি এম সিরিজের চতুর্থ ফোন। প্রযুক্তিগত দিক থেকে এটি খুবই উন্নত। এর দাম ১৯৯০০ টাকা।
টিকটকও সম্প্রতি একটি ডিভাইস ম্যানেজমেন্ট ফিচার শুরু হয়েছে। এতে টিকটক অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে।
ভিভো-ও একটি নতুন ফোন নিয়ে আসছে। মাইক্রোসফট স্থানীয় ভাষা নিয়ে একটি কিবোর্ড আনতে চলেছে।