কুলভূষণ মামলা, আন্তর্জাতিক আদালতের রায় - কী কী ভারতের পক্ষে গেল, কী কী বিপক্ষে

  • কুলভূষণ মামলার রায় বের হল
  • আন্তর্জাতিক আদালতে জয় হয়েছে বলে দাবি ভারতের
  • রায় অধিকাংশ ভারতের পক্ষেই গিয়েছে
  • তবে কিছু রায় ভারতের বিপক্ষেও গিয়েছে

 

amartya lahiri | Published : Jul 17, 2019 8:02 PM IST

বুধবার আন্তর্জাতিক আদালতে কুলভূষণ মামলার রায় বের হওয়ার পরে ভারত দাবি করেছে মামলার রায় তাদের পক্ষেই গিয়েছে। আবার পাক সরকারও পাল্টা দাবি করেছে, মামলায় নাকি জিত তাদেরই। বস্তুত আগালতের অধিকাংশ রায় ভারতের পক্ষে গেলেও, কিছু কিছু বিষয়ে ভারতের বিপক্ষেই রায দিয়েছে আদালত। এক মজরে দেখে নেওয়া যাক বুধবার কোন কোন রায় ভারতের পক্ষে গেল, আর কীই বা বিপক্ষে -

ভারতের পক্ষে যেসব রায় এল -

ভারতের আবেদন গ্রহণযোগ্য নয়, এই আবেদন খারিজ।

পাক সেনা আদালতে কুলভূষণকে দেওয়া মৃত্য়ুদণ্ড খারিজ। পাকিস্তানকে সম্পূর্ণ বিচার প্রক্রিয়া, অপরাধ ও রায় পুনর্বিবেচনা ও পর্যালোচনার নির্দেশ।

পুনর্বিবেচনা ও পর্যালোচনা প্রক্রিয়ার জন্য কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ বহাল।

পাকিস্তান ভিয়েনা চু্ক্তি ও তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

ভারতের বিপক্ষে যেসব রায় গেল -

পাক সেনা আদালতের মামলাটি পুরোপুরি নাকচ করার আবেদন মানা হয়নি। কুলভূষণকে নিরাপদে মুক্ত করার আর্জিতেও সম্মতি মেলেনি।

কুলভূষণকে আপরাধি সাব্যস্ত করা ও দণ্ডাদেশ দেওয়াটাই ভিয়েনা চুক্তি ভঙ্গ, এই ভারতীয় দাবি মানা হয়নি।

 

Share this article
click me!