কুলভূষণ মামলা, আন্তর্জাতিক আদালতের রায় - কী কী ভারতের পক্ষে গেল, কী কী বিপক্ষে

  • কুলভূষণ মামলার রায় বের হল
  • আন্তর্জাতিক আদালতে জয় হয়েছে বলে দাবি ভারতের
  • রায় অধিকাংশ ভারতের পক্ষেই গিয়েছে
  • তবে কিছু রায় ভারতের বিপক্ষেও গিয়েছে

 

বুধবার আন্তর্জাতিক আদালতে কুলভূষণ মামলার রায় বের হওয়ার পরে ভারত দাবি করেছে মামলার রায় তাদের পক্ষেই গিয়েছে। আবার পাক সরকারও পাল্টা দাবি করেছে, মামলায় নাকি জিত তাদেরই। বস্তুত আগালতের অধিকাংশ রায় ভারতের পক্ষে গেলেও, কিছু কিছু বিষয়ে ভারতের বিপক্ষেই রায দিয়েছে আদালত। এক মজরে দেখে নেওয়া যাক বুধবার কোন কোন রায় ভারতের পক্ষে গেল, আর কীই বা বিপক্ষে -

ভারতের পক্ষে যেসব রায় এল -

Latest Videos

ভারতের আবেদন গ্রহণযোগ্য নয়, এই আবেদন খারিজ।

পাক সেনা আদালতে কুলভূষণকে দেওয়া মৃত্য়ুদণ্ড খারিজ। পাকিস্তানকে সম্পূর্ণ বিচার প্রক্রিয়া, অপরাধ ও রায় পুনর্বিবেচনা ও পর্যালোচনার নির্দেশ।

পুনর্বিবেচনা ও পর্যালোচনা প্রক্রিয়ার জন্য কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ বহাল।

পাকিস্তান ভিয়েনা চু্ক্তি ও তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

ভারতের বিপক্ষে যেসব রায় গেল -

পাক সেনা আদালতের মামলাটি পুরোপুরি নাকচ করার আবেদন মানা হয়নি। কুলভূষণকে নিরাপদে মুক্ত করার আর্জিতেও সম্মতি মেলেনি।

কুলভূষণকে আপরাধি সাব্যস্ত করা ও দণ্ডাদেশ দেওয়াটাই ভিয়েনা চুক্তি ভঙ্গ, এই ভারতীয় দাবি মানা হয়নি।

 

Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla