'কাশ্মীর আক্রমণ ও দখল করেছে' ভারত, রাষ্ট্রসংঘে বেসুরে গাইলেন মাহাথির

  • রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে কাশ্মীর প্রসঙ্গ তুললেন মাহাথির মহম্মদ
  • জম্মু ও কাশ্মীর ভারত 'আক্রমণ ও দখল' করেছে ভারত বলে তাঁর অভিযোগ
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন রাষ্ট্রসংঘের সনদ মানেনি ভারত
  • তাঁর মতে ভারতের পদক্ষেপের পিছনে যথেষ্ট কারণ থাকলেও কাজটা ভুলই

 

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে সবকিছুই যে ভারতের পক্ষে গিয়েছে, তা নয়। কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল নিয়ে কিন্তু বেশ বেসুরে গেয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ। গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রসংঘে তিনি স্পষ্ট ভাষায় জম্মু ও কাশ্মীরে 'আক্রমণ ও দখল' করেছে ভারত, বলে অভিযোগ করেছেন।

ভাষণ দিতে গিয়ে কাশ্মীরে ভারতের নতুন পদক্ষেপ নিয়ে তিনি বলেন, ভারতের এই পদক্ষেপের পিছনে যথেষ্ট কারণ রয়ে, কিন্তু তারপরেও এটা ঠিক নয়। এই ক্ষেত্রে রাষ্ট্র সংঘের সনদ মানা হয়নি বলে অভিযোগ করেন তিনি। পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসেই ভারতের এই সমস্যা মিটিয়ে ফেলা উচিত বলে মন্তব্য করেন তিনি।

Latest Videos

চলতি মাসের শুরুতেই ইস্টার্ন ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলন চলাকালীন ভারতের কাশ্মীর পদক্ষেপের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে ব্যখ্যা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাহাথির জানিয়েছেন সেই সময় তিনি নরেন্দ্র মোদীকে জানিয়েছিলেন এর আগেও ভারত আলোচনার মধ্য দিয়ে সমাধান বের করেছে। উত্তেজনা কমাতে ভারত আরও একবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিত।

নরেন্দ্র মোদী তাঁর সঙ্গে সহমতও প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন মালয়েশিয় প্রধানমন্ত্রী। তবে তিনি যে সেই পথে হাঁটবেনই সেইরকম কোনও কথা তাঁকে দেননি ভারতের প্রধানমন্ত্রী। 

Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা