'কাশ্মীর আক্রমণ ও দখল করেছে' ভারত, রাষ্ট্রসংঘে বেসুরে গাইলেন মাহাথির

  • রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে কাশ্মীর প্রসঙ্গ তুললেন মাহাথির মহম্মদ
  • জম্মু ও কাশ্মীর ভারত 'আক্রমণ ও দখল' করেছে ভারত বলে তাঁর অভিযোগ
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন রাষ্ট্রসংঘের সনদ মানেনি ভারত
  • তাঁর মতে ভারতের পদক্ষেপের পিছনে যথেষ্ট কারণ থাকলেও কাজটা ভুলই

 

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে সবকিছুই যে ভারতের পক্ষে গিয়েছে, তা নয়। কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল নিয়ে কিন্তু বেশ বেসুরে গেয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ। গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রসংঘে তিনি স্পষ্ট ভাষায় জম্মু ও কাশ্মীরে 'আক্রমণ ও দখল' করেছে ভারত, বলে অভিযোগ করেছেন।

ভাষণ দিতে গিয়ে কাশ্মীরে ভারতের নতুন পদক্ষেপ নিয়ে তিনি বলেন, ভারতের এই পদক্ষেপের পিছনে যথেষ্ট কারণ রয়ে, কিন্তু তারপরেও এটা ঠিক নয়। এই ক্ষেত্রে রাষ্ট্র সংঘের সনদ মানা হয়নি বলে অভিযোগ করেন তিনি। পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসেই ভারতের এই সমস্যা মিটিয়ে ফেলা উচিত বলে মন্তব্য করেন তিনি।

Latest Videos

চলতি মাসের শুরুতেই ইস্টার্ন ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলন চলাকালীন ভারতের কাশ্মীর পদক্ষেপের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে ব্যখ্যা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাহাথির জানিয়েছেন সেই সময় তিনি নরেন্দ্র মোদীকে জানিয়েছিলেন এর আগেও ভারত আলোচনার মধ্য দিয়ে সমাধান বের করেছে। উত্তেজনা কমাতে ভারত আরও একবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিত।

নরেন্দ্র মোদী তাঁর সঙ্গে সহমতও প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন মালয়েশিয় প্রধানমন্ত্রী। তবে তিনি যে সেই পথে হাঁটবেনই সেইরকম কোনও কথা তাঁকে দেননি ভারতের প্রধানমন্ত্রী। 

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul