সন্ত্রাসবাদ ইস্যুতে ফের পাকিস্তানকে বিদ্ধ করল ভারত। প্যারিসে ইউনেস্কোর সাধারণ অধিবেশনে ভারত কড়া ভাষায় পাকিস্তানকে বিঁধল। পাকিস্তানেক মজ্জায় মজ্জায় সন্ত্রাসবাদ রয়েছে বলে ভারত পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল পাকিস্তান। সন্ত্রাসবাদকে ক্রমাগত মদত দেওয়ার জন্য পাকিস্তানের অর্থনীতি দিনের পর দিন ভেঙে পড়ছে বলেও ভারত মন্তব্য করেছে।
ভারতীয় প্রতিনিধি অনন্যা আগরওয়াল জানিয়েছেন, সন্ত্রাসবাদ পাকিস্তানের ডিএনএতে ঢুকে গিয়েছে। পাকিস্তান ক্রমাগত সন্ত্রাসদকে মদত দিয়ে চলেছে এবং অর্থনৈতিকভাবে সাহায্য করেছে। যার ফলে পাকিস্তানের অর্থনীতি দিনে দিনে দুর্বল হয়ে পড়েছে। তিনি মন্তব্য করেছেন, সমস্ত কালো ছায়ার আঁতুর ঘর হল পাকিস্তান। ইউনেস্কোর প্যালেনে অনন্যা আগরওয়াল জানান, এই কালো শক্তি আসলে মৌলবাদ, কট্টরপন্থী মতবাদ। এখান থেকেই সন্ত্রাসবাদের জন্ম হয়েছে।
পাকিস্তান হতাশাজনকভাবে ইউনেস্কোর অপব্যবহার করছে বলে অনন্যা আগরওয়াল দাবি করেন। ভারত বিরোধিতা করতে, রাজনীতি করতে পাকিস্তান ইউনেস্কোকে ব্যবহার করছে বলেও তিনি মন্তব্য করেন।
ইউনেস্কোয় বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়া পাকস্তানের সন্ত্রাসবাদ তুলে ধরেছেন বলে অনন্যা আগরওয়াল। তিনি বলেন, পাকিস্তান এমন একটি দেশ, রাষ্ট্রসংঘের অধিবেশনে প্রকাশ্যে পরামাণু যুদ্ধের কথা বলে। অন্য জাতির বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান করেন। সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে পাক প্রধানমন্ত্রী ইমরান খান দুটি প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশ সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন, তা কখনই মেনে নেওয়া যায় না।