রাশিয়া ইউক্রেন সংঘর্ষে অপূর্ণ রয়ে গেল ভারতীয় পড়ুয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন

রুশ-ইউক্রেনের যুদ্ধে মঙ্গলবার ইউক্রেনের মাটিতে প্রথম প্রাণ হারাল এখ ভারতীয়, যার নাম নবীন শেখারারাপ্পা। কর্নাটকের বাসিন্দা ছিলেন তিনি। ঘড়ির কাঁটায় তখন সময় দুপুর ২ টো বেজে ৫৮ মিনিট।  রুশ ক্ষেপণাস্ত্রের হানায় কেঁপে উঠল ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। আর সেই সঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচীর একটি টুইট। সেখানে তিনি জানিয়েছেন, রাশিয়ার জঙ্গিহানায় ইউক্রেনের মাটিতে প্রথম প্রাণ হারাল এক ভারতীয়। 
 

উচ্চশিক্ষার তাগিদে তরুণ প্রজন্ম ছুটে যায় বিদেশে। ভবিষ্যতে ডাক্তার হওয়ার আশায় বুক বেঁধেছিলেন নবীন শেখারারাপ্পা (Naveen। কিন্তু শেষ অভধি আর ডাক্তার হওয়া হল না তাঁর। ডাক্তারি পড়াটাই যে অসম্পূর্ণ রয়ে গেল নবীনের। রুশ-ইউক্রেনের যুদ্ধে মঙ্গলবার ইউক্রেনের মাটিতে প্রথম প্রাণ হারাল এখ ভারতীয়, যার নাম নবীন শেখারারাপ্পা। কর্নাটকের বাসিন্দা ছিলেন তিনি। ঘড়ির কাঁটায় তখন সময় দুপুর ২ টো বেজে ৫৮ মিনিট।  রুশ ক্ষেপণাস্ত্রের (Russian Missiles)হানায় কেঁপে উঠল ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। আর সেই সঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচীর একটি টুইট। সেখানে তিনি জানিয়েছেন, রাশিয়ার জঙ্গিহানায় ইউক্রেনের মাটিতে প্রথম প্রাণ হারাল এক ভারতীয়। ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া ভারতীয় ছাত্র নবীন শেখারাপ্পা (Naveen Sekharappa) খারকিভে (Kharkiv) রুশ সেনার হাতে মৃত্যু হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়। ইতিমধ্যেই রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ করেছে বিদেশমন্ত্রক। পাশাপাশি নিহত ছাত্রের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছে মন্ত্রকের প্রতিনিধি।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে এই বিস্ফোরণে নিহত হয়েছেন একাধিক মানুষ। একদিকে যুদ্ধের সাইরেন, বোমার আওয়াজ, অন্যদিকে মৃত্যু-মিছিল। ষষ্ঠ দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মঙ্গলবার গোটা দিনভর ইউক্রেনের খারকিভে বিস্ফোরণ চালাল রুশ সেনারা। আর তাতেই প্রাণ হারাল ভারতীয় পড়ুয়া নবীন। তিনি ইউক্রেনের খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। সুপারমার্কেটে খাবার কিনতে গিয়েছিলেন নবীন। সেইসময় সকাল ৭ টায় খারকিভে একটি রকেট হামলায় তিনি প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর মরদেহ আপাতত খারকিভের একটি মর্গে রাখা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার বোমা বিস্ফোরণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যুর পর ইউক্রেনের দূত ইগর পোলিখাকে সাউথ ব্লকে ডেকে পাঠানো হয়। তাঁকে জানানো হয়েছে, অবিলম্বে ইউক্রেনে থাকা ভারতীয় নাগরিকদের উদ্ধার করা প্রয়োজন। ইউক্রেনে থাকা পড়ুয়াদের যেন কোনও আঘাত না লাগে সেই বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে তাঁকে। 

Latest Videos

রাশিয়ান হানার পর খারকিভ জুড়ে শুধুমাত্র ধ্বংসের ছবি। খারকিভের ঐতিহাসিক সরকারি সদর দফতর রাশিয়ান হানায় ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত। ইউক্রেন প্রশাসনের দাবি, রুশ সেনার লক্ষ্য এখন দেশের প্রশাসনিক ভবনগুলিকে ভেঙে গুড়িয়ে দেওয়া। কর্নাটকের ছেলে ভারতীয় পড়ুয়া নবীন শেখারাপ্পা ইউক্রেনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। তাঁর অন্যান্য বন্ধুরা অবশ্য হোস্টেলই থাকেন। নবীনের ফ্ল্যাটটি ছিল ঠিক গভর্নর হাউসের পিছনে। সেখানেই হামলা করেছে রুশ সেনা। দুই দেশের সংঘর্ষের মাঝে শুধু অধুরা রয়ে গেল নবীনের ডাক্তার হওয়ার স্বপ্ন। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari